ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল বৃহস্পতিবার

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন (বিএসজেএ) সদস্যদের জন্য আয়োজন করেছে 'ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল ২০২২।' আগামী বৃহস্পতিবার (৩০ জুন) টেবিল টেনিস ডিসিপ্লিন দিয়ে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল ২০২২ উদ্বোধন হবে। 

টেবিল টেনিস, ক্যারম, দাবা, সাঁতার, শুটিং, আর্চারি, কলব্রীজ এই ৭টি ডিসিপ্লিন নিয়ে হবে এবারের স্পোর্টস কার্নিভাল। টেবিল টেনিস ও ক্যারম ডিসিপ্লিনে একক ইভেন্টের পাশাপাশি থাকছে দ্বৈত ইভেন্টও।

প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। এছাড়া সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে সেরা খেলোয়াড়কে 'দ্য বেস্ট' ট্রফি পুরস্কার দেয়া হবে।

ওয়ালটন-বিএসজেএ ইনডোর স্পোর্টস কার্নিভালের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান পল্টু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি সহ ক্রীড়া সাংবাদিকবৃন্দ।

ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ. এম ইকবাল বিন আনোয়ার বলেন, 'বিএসজেএ'র সঙ্গে ওয়ালটনের পথ চলা অনেক পুরনো। আমরা অত্যন্ত গর্বিত বিএসজেএর এই আয়োজনে ওয়ালটন আবারো সম্পৃক্ত হতে পেরেছে। ওয়ালটন ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি ক্রীড়া উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব। বিএসজেএ'র এই আয়োজন সফল হোক। ক্রীড়া সাংবাদিকরা খেলাধুলায় মেতে উঠুক। ওয়ালটন পরিবার সেই প্রত্যাশা করছে।'

পৃষ্ঠপোষক ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সাইদুজ্জামান বলেছেন,'যারা খেলাধুলা নিয়ে কাজ করে তারাই এবার খেলতে নামছেন। আমি আমাদের সদস্যদের ধন্যবাদ দিতে চাই। বেশ স্বতঃস্ফূর্তভাবে তারা খেলতে আসছেন।'

সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেছেন,'বিএসজেএ প্রতি বছর নিজেদের সদস্যদের জন্য এই কার্নিভাল আয়োজন করে। ওয়ালটন এর আগেও আমাদের সঙ্গে ছিলো। আশা করছি ভবিষ্যতেও থাকবে।'

স্পোর্টস কার্নিভালের আহ্বায়ক রায়হান আল মুঘনি বলেছেন, 'বিএসজেএ'র ৫০ এরও বেশি সদস্য এরই মধ্যে এই কার্নিভালে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। আমরা ধারণা করছি এই সংখ্যা বেড়ে ৭০ জনে হয়ে যাবে। সাতটি ডিসিপ্লিন নিয়ে হবে এই স্পোর্টস কার্নিভাল। সকল ডিসিপ্লিন স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালিত হবে।'

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago