ট্রান্সফার লাইভ: বার্সায় যোগ দেওয়া নিয়ে সংশয়ে রাফিনহা

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

বার্সায় যোগ দেওয়া নিয়ে সংশয়ে রাফিনহা

রাফিনহাকে পেতে এক প্রকার মুখিয়ে আছে বার্সেলোনা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, ক্রমেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। মূলত আর্থক জটিলতার কারণে এ তারকাকে নাও পেতে পারে কাতালানরা। তার জন্য ৬৫ মিলিয়ন ইউরো চাইছে লিডস ইউনাইটেড। যা পরিশোধ করা প্রায় অসম্ভব কাতালানদের জন্য।

বেলিংহ্যামের জন্য প্রস্তাব তৈরি চেলসির

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সংবাদ অনুযায়ী, বরুসিয়া ডর্টমুন্ডের জুড বেলিংহ্যামের জন্য অফিশিয়াল প্রস্তাব দিতে তৈরি চেলসি। তাকে পাওয়ার দৌড়ে রয়েছে লিভারপুলও। এছাড়া আরও কিছু দল আগ্রহী হলেও ২০২৩ সালের আগে তাকে ছাড়তে চায় না ডর্টমুন্ড, যদি না বড় অর্থের প্রস্তাব পায় ডর্টমুন্ড।

ইউনাইটেড ও মিলানের সঙ্গে আসেনসিওকে পেতে লড়াইয়ে চেলসি

রিয়াল মাদ্রিদের উইঙ্গার মার্কো আসেনসিওকে পেতে চেষ্টা চালাচ্ছে ইতালিয়ান ক্লাব এসি মিলান ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, এ দুই ক্লাবের সঙ্গে আসেনসিওকে পেতে এবার লড়াইয়ে নেমেছে আরেক ইংলিশ ক্লাব চেলসিও। দলের প্রথম একাদশে জায়গা নিশ্চিত না থাকায় এবার ক্লাব বদল করতে চান এ স্প্যানিশ ফরোয়ার্ড।

দেম্বেলের প্রতি এখনও আগ্রহী লিভারপুল

অনেক দিন থেকেই বার্সেলোনার উসমান দেম্বেলের প্রতি আগ্রহী লিভারপুল। তবে মাঝে এ নিয়ে আলোচনা থেমে ছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, দেম্বেলের প্রতি এখনও আগ্রহী রেডরা। বার্সার সঙ্গে চুক্তি নবায়ন না করায় জুনের শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন এ ফরাসি।

ডি লিখটের জন্য চেলসি-ইউনাইটেডের সঙ্গে লড়াই করবে না বার্সা

মাতাইস ডি লিখটকে পেতে চেষ্টা চালিয়েছিল বার্সেলোনা। তবে তার প্রতি আগ্রহী দুই ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, এ দুই ক্লাবের সঙ্গে লড়াই করে ডি লিখটকে পাওয়ার ইচ্ছে নেই বার্সার।

মার্তিনেজকে পেতে লড়াইয়ের আর্সেনাল ও ইউনাইটেড

আয়াক্সের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসেন্দ্রো মার্তিনেজকে পেতে লড়াইয়ে নেমেছে ইংলিশ দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। এ ডিফেন্ডারকে অবশ্য ছাড়তে রাজী নয় আয়াক্স। শেষ পর্যন্ত ছাড়তে হলে ৫০ মিলিয়ন ইউরো প্রত্যাশা করছে দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের সংবাদ অনুযায়ী, ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে পারলেই পাওয়া যাবে এ আর্জেন্টাইনকে।

স্টার্লিংয়ের জন্য ম্যানচেস্টার সিটির সঙ্গে যোগাযোগ চেলসির

রহিম স্টার্লিংয়ের জন্য ম্যানচেস্টার সিটির সঙ্গে যোগাযোগ করেছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোলডটকমের সংবাদ অনুযায়ী, এখনও আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি ক্লাবটি। সিটির সঙ্গে এখনও ১২ মাসের চুক্তি রয়েছে স্টার্লিংয়ের।

Comments

The Daily Star  | English

Afghanistan earthquake kills 622 with more than 1,500 injured

In Kabul, the capital, health authorities said rescuers were racing to reach remote hamlets dotting an area with a long history of earthquakes and floods.

6h ago