ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১৪.৩০ শতাংশ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা অনুষদের (গ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন৷

প্রকাশিত ফলাফল অনুযায়ী, পাসের হার ১৪ দশমিক ৩০ শতাংশ৷

মোট পাস করেছেন ৪ হাজার ২৮৯ জন। এর মধ্যে মেধাক্রম অনুযায়ী ৯৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন৷

এ বছর 'গ' ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

2h ago