বিজয়কে নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশের কোচ

দেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা বিরতিতে দিয়ে টেস্ট খেলার রেকর্ড গড়ার পর টি-টোয়েন্টিতেও একই রেকর্ড গড়েছেন এনামুল হক বিজয়। টেস্টে ফিরেছিলেন প্রায় ৮ বছর পর, টি-টোয়েন্টিতে ফেরেন সাত বছর পর। ফিরে একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টিতে খুব বড় রান করা হয়নি তার। তবে তিনি শুরুটা যেভাবে করেছেন তাতে বেশ রোমাঞ্চিত প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ইয়াসির আলি রাব্বির চোটে যোগ দিয়ে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে নেমে সাবলীল খেলে ২৩ রান করে আউট হয়ে যান। পরের ইনিংসে করেন কেবল ৪ রান। ডমিনিকায় পরিত্যক্ত হওয়া প্রথম টি-টোয়েন্টিতে মুনিম শাহরিয়ারের সঙ্গে ওপেন করতে নেমে ১০ বলে ১৬ করে আউট হয়ে যান তিনি।
ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই পারফর্মারকে কতটা দেখলেন কোচ? প্রথম ম্যাচের পর এমন প্রশ্নের জবাবে বিজয়ের জন্য আশার বানী শোনালেন তিনি, 'সে টেস্টের পর টি-টোয়েন্টি খেলল। যা দেখলাম তাতে সত্যিই ভালো লেগেছে। টেকনিক ভালো, রান করার কথা ভাবে। মাঠে তার উপস্থিতি ইতিবাচক। গুরুত্বপূর্ণ দিক হলো সে ভালো ফিল্ডার। এরকম অভিজ্ঞ ও ছন্দে থাকা একজনকে পাওয়া দারুণ ব্যাপার।'
বিজয়ের মাঠের উপস্থিতি, ব্যাট করার সময় শরীরী ভাষায় ইতিবাচক আমেজ পাচ্ছেন কোচ। তবে এসব দিয়েই তো চলবে না। বিজয়কে জায়গা পাকা করতে রান করার তাগিদও দিয়ে রাখলেন তিনি, 'তবে তাকে কিন্তু রান করতে হবে। দুই ম্যাচে (টেস্ট ও টি-টোয়েন্টি) ভালো শুরু পেয়েছে কিন্তু… সব মিলিয়ে দুই সপ্তাহ তাকে যা দেখলাম তাতে আমি রোমাঞ্চিত।'
Comments