প্রিয়-১০

প্রিয় বই ‘সত্যের মতো বদমাশ’

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক সৈয়দ মনজুরুল ইসলামের লেখার বিষয় ও নতুনত্ব পাঠককে ভাবিয়ে তোলে। এই শিক্ষাবিদের জন্ম সিলেটে, ১৯৫১ সালে। পেশা হিসেবে শিক্ষকতার পাশাপাশি গবেষণাকাজেও তার আগ্রহ প্রচুর। সংবাদপত্রে কলাম লেখার কাজে তার কলম ছোটে প্রায়ই। সৈয়দ মনজুরুল ইসলামের প্রিয় ১০টি বিষয়। 

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক সৈয়দ মনজুরুল ইসলামের লেখার বিষয় ও নতুনত্ব পাঠককে ভাবিয়ে তোলে। এই শিক্ষাবিদের জন্ম সিলেটে, ১৯৫১ সালে। পেশা হিসেবে শিক্ষকতার পাশাপাশি গবেষণাকাজেও তার আগ্রহ প্রচুর। সংবাদপত্রে কলাম লেখার কাজে তার কলম ছোটে প্রায়ই। সৈয়দ মনজুরুল ইসলামের প্রিয় ১০টি বিষয়। 

 

প্রিয় লেখক

যেহেতু ৪ দশকেরও বেশি সময় সাহিত্যের অধ্যাপনা করছি, প্রতি বছর অনেক উপন্যাস, নাটক, ছোটগল্পের বই ইত্যাদি পড়তে হয়। ফলে পছন্দের তালিকায় নিত্যনতুন লেখক যোগ হন। এজন্য শুধু একজনের কথা বলা সম্ভব নয়। আমার পছন্দের তালিকায়, আরও অনেকের সঙ্গে আছেন শেক্সপিয়ার, লরেন্স স্টার্ন, রবীন্দ্রনাথ, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, মিলান কুন্ডেরা  আখতারুজ্জামান ইলিয়াস। 

প্রিয় বই

অনেক। সব নাম বলা সম্ভব নয়। উপরে যাদের নাম বললাম তাদের বই ছাড়াও অনেক বই পছন্দের। যেমন- ব্রুস চ্যাটউইনের 'সং লাইন্স', কার্ট ভনেগাটের 'ব্রেকফাস্ট অফ চ্যাম্পিয়ন্স', আবদুল মান্নান সৈয়দের 'সত্যের মতো বদমাশ'।

প্রিয় সিনেমা

সিনেমা খুব একটা দেখা হয় না। চর্চার তাই কোনো সুযোগ নেই। টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ সালে দেখা ফরেস্ট গাম্প। ওই বছরই ছবিটি মুক্তি পায়।

প্রিয় অভিনয়শিল্পী

টম হ্যাঙ্কস, উৎপল দত্ত, হুমায়ূন ফরিদী।

প্রিয় সঙ্গীতশিল্পী

আমি প্লেলিস্ট-এর বহু আগের মানুষ। কলের গান দিয়ে আমার গান শোনার অভিজ্ঞতা শুরু। অনেক ধরনের গান আমার প্রিয়। প্রিয় শিল্পীদের মধ্যে আছেন কলিম শরাফী, ফরিদা পারভীন, আবদুল আলীম, শ্যামল মিত্র। 

প্রিয় কবিতা

কবিতা পড়াবার জন্য পড়তে হয়। তবে সময় পেলে অন্যান্য কবিতাও পড়ি। প্রিয় কবিতার তালিকাও তাই দীর্ঘ। কলেজে পড়ার সময় সুকান্তের 'আঠারো বছর বয়স' পড়ে সেই যে কবিতাটি আমার প্রিয় হয়ে যায়, এখনও তা-ই আছে। আরেকটি প্রিয় কবিতা আমার বন্ধু হেলাল হাফিজের, 'এখন যৌবন যার……'

প্রিয় ব্যক্তিত্ব

আমার মা।

প্রিয় স্থান

সিলেট, আমার ছেলেবেলার শহর। মনের খুব কাছের। আর ঘুরতে গিয়ে ভালো লেগেছে ভুটানের থিম্পু।

প্রিয় ভুল

বিশ্ববিদ্যালয়ে ভুল দালানে ঢুকেছিলাম রসায়ন পড়তে। পছন্দটা যে ভুল ছিল, শিগগির সেটি বুঝতে পেরে সোজা কলাভবনে চলে এলাম। ইংরেজিতে ভর্তি হলাম। মনে হয়েছিল, বড় ভুল হলো। এটি বোধ হয় সেই মধুর ভুলগুলোর একটি। 

প্রিয় উক্তি বা সংলাপ 

শেক্সপিয়ারের প্রায় প্রতিটি নাটকের সংলাপ অসাধারণ। একসময় অনেক সংলাপ মনে থাকত। এখন থাকে না। এই মুহূর্তে, আমার টেবিলে আছে 'পদ্মানদীর মাঝি'। কুবের আর কপিলার সংলাপগুলো মনে রাখার মতো।

Comments

The Daily Star  | English

Hilsa remains a luxury

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

43m ago