রোনালদো তো ইউরোপা লিগের 'থিম সং'ই জানেন না!

ক্যারিয়ারের পুরো সময়ই খেলে এসেছেন চ্যাম্পিয়ন্স লিগে। এ আসরের রাজা বলেই ডাকা হয় তাকে। সর্বোচ্চ গোলদাতাও তিনি। সেই ক্রিস্তিয়ানো রোনালদো এবার ম্যানচেস্টার ইউনাইটেডে থাকলে খেলতে হবে ইউরোপা লিগে। ব্যাপারটা কিছুটা হলেও বেমানান। আর বিষয়টা ভালো করেই বুঝতে পারছেন তার সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ড।

সম্প্রতি রোনালদো দল ছাড়ার গুঞ্জন বেশ চাউর ফুটবল মহলে। অথচ জুভেন্টাস ছেড়ে ইউনাইটেডে ফেরার সময় বেশ উচ্ছ্বসিত ছিলেন ফার্ডিনান্ড। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে রহস্যময় এক ভিডিও দিয়ে তার আগমনী বার্তা দিয়েছেন তিনি। সেই ফার্ডিনান্ড কি-না চেলসিতে যাওয়ার গুঞ্জন শুনেও চুপ।

নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে রোনালদো প্রসঙ্গে নানা আলোচনায় বিরক্ত ফার্ডিনান্ড বলেছেন, 'অবশ্যই সে খুশি নয়! আপনারা ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারে কথা বলছেন! আমি বুঝতে পারছি না, ম্যান ইউনাইটেডে যা হচ্ছে তাতে রোনালদো অখুশি, এটা বড় খবর হয় কীভাবে। সে খুশি হতেই পারে না। আমি হলেও হতাম না।'

ইউনাইটেডের বর্তমান পরিস্থিতির জন্য রোনালদো খুশি নন বলে জানান এ সাবেক ডিফেন্ডার, 'যে সবসময় শিরোপা জিতে অভ্যস্ত, যে সবসময় বড় শিরোপা জিতেছে এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে, তার সামনে হঠাৎ কিছুই নেই, এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও উঠতে পারেনি- সে এখানে বসে থাকতে পারেনি এবং তাকে খুশি দেখা আশাও করতে পারেন না'

রোনালদো অনুশীলনে না থাকায় যে আলোচনা হচ্ছে তাতে রীতিমতো বিরক্ত ফার্ডিনান্ড, 'আমি মানুষকে বেশ অসম্মানজনক হতে দেখছি। যেভাবে মানুষ প্রশ্ন করছে "তিনি এখানে নেই" এবং তাকে ঘিরে হিস্টিরিয়া রোগীর মতো আচরণ করা হচ্ছে। তার পরিবারের একজন সদস্য ভালো নেই, তাই সে অনুশীলনে নেই।'

ইউরোপা লিগ সম্পর্কে রোনালদোর কোনো ধারণা নেই বলেই জানান এ সাবেক ইউনাইটেড তারকা, 'সে চ্যাম্পিয়ন্স লিগ মিস করাতে খুশি নয়, এমনকি সে তো ইউরোপা লিগের থিম সংটিও কেমন তা জানেন না! যখন এটা শুরু হবে, তখন সে ভাববে, "আমি এখানে কোন মুদ্রায় নাচব?"'

এদিকে রোনালদোর দল ছাড়ার গুঞ্জন ক্রমেই বাড়ছে। ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বী চেলসি তাকে পেতে মরিয়া হয়েই উঠেছে। ১৪ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছে ক্লাবটি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোথায় যান এ পর্তুগিজ তারকা।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

1h ago