ওয়ানডের আগে অনুশীলন ঘাটতির অস্বস্তি তামিমের

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সেন্ট লুসিয়া টেস্টের পর থেকেই বিরতিতে আছেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক টি-টোয়েন্টিতে না থাকায় এই কদিন খেলার মধ্যে ছিলেন না। তবে এই কদিনে বিরূপ আবহাওয়ায় অনুশীলনও নাকি ঠিকমতো হয় তার। ওয়ানডে সিরিজে নামার আগে পর্যাপ্ত অনুশীলন নিয়ে চিন্তা তামিমের।

শুক্রবার গায়ানাতে বাংলাদেশ দলের অনুশীলন সেশনে বাগড়া দেয় বৃষ্টি। কেউই বোলিং, ব্যাটিং খুব একটা করতে পারেননি। আজ শনিবার সেখানে ঈদ। নিজেদের ছোট্ট আয়োজনে ঈদ পালনের পর বাংলাদেশ দল সারবে অনুশীলন। রোববারই যে প্রথম ওয়ানডে।

বৃষ্টির বাধায় অনুশীলন করতে না পারার হতাশা আড়াল না করে তামিম জানালেন মানসিকভাবে প্রস্তুতিটা নিয়ে রাখছেন তারা, 'দেখেন অনুশীলন নিয়ে সন্তুষ্ট হওয়ার তো কোন কারণই নাই। আমারও সাত-আটদিন, নয়দিন হয়ে গেছে এখনো ব্যাট করতে পারিনি। আজকেও সুযোগ ছিল এসেছি, দুই বল খেলে শেষ হয়ে গেছে। বৃষ্টিটা তো আমরা অনুমান করতে পারি না।  অনুশীলন সেশনগুলো সব শিডিউল করা ছিল কিন্তু  দুর্ভাগ্যজনকভাবে আবহাওয়ার কারণে এটা হয়নি। আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে।'

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এখনো কোন সুখের সময় আসেনি বাংলাদেশের। দুই টেস্টে বিধ্বস্ত হওয়ার পর দুই টি-টোয়েন্টিতেও হয়েছে একই পরিণতি। টানা হারতে থাকা দল ওয়ানডে সিরিজের আগে অবশ্য আশাবাদী। কারণ এই একটা সংস্করণেই বাংলাদেশ থাকে সেরা অবস্থায়। তামিমও জানালেন ভালো কিছুর আশা তাদের বড়, 'যখন একটা সিরিজে ম্যাচ জিতছেন না তখন সব সময় কঠিন। কিন্তু এটাও মনে রাখতে হবে ওয়ানডেতে আমরা খুব ভাল দল, ভাল খেলে আসছি। তবে যতই ভাল খেলি না কেন নির্দিষ্ট দিনে সব ঠিকঠাক করা লাগবে। এখন পর্যন্ত আমরা হয়তবা ভাল ক্রিকেট খেলতে পারিনি। আপনি টেস বলেন আর টি-টোয়েন্টিতে বলেন। আমরা আশা করছি ১০ তারিখ ভাল কিছু হবে।'

ওয়ানডে সিরিজে বাংলাদেশ পাচ্ছে না শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। স্কোয়াডে ব্যাকআপ ব্যাটারের সংখ্যাও বেশি নেই। তামিম অবশ্য কে আছেন, কে নেই তা নিয়ে ভাবতে চান না,  'খেলোয়াড়দের চোট থাকবে, বিশ্রাম থাকবে। কিন্তু যারা আছে তাদের নিয়ে সেরা একাদশ করতে হবে। আমরা সেই চিন্তায় এগুচ্ছি।'

১০ জুলাই (রোববার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে।

Comments

The Daily Star  | English

Public gatherings banned in key Dhaka areas from tomorrow: ISPR

Restrictions imposed to maintain order near Chief Adviser’s Office, military zones

41m ago