আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সির উন্মোচন

উন্মোচিত হলো আর্জেন্টিনার নতুন জার্সি। আগের দিন কাতার বিশ্বকাপের জন্য আলবিসেলেস্তাদের নতুন জার্সি উন্মোচন করে বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)।

সপ্তাহ খানেক আগেই অবশ্য ফাঁস হয়ে গিয়েছিল কাতার বিশ্বকাপের জন্য তৈরি আর্জেন্টিনার এ নতুন জার্সি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে হয় মূল জার্সি উন্মোচন। নিজেদের অফিসিয়াল টুইটারে বিশ্বকাপ জার্সি পরিহিত অবস্থায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ছবি প্রকাশ করে এএফএ।

এছাড়াও একটি ভিডিও চিত্রও প্রকাশ করে এএফএ। সেখানে আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পল, নিকোলাস ওতামেন্দি হতে শুরু করে আরও বেশ কিছু নারী ও পুরুষ ফুটবলার অংশ নেন।

ফাঁস হওয়ার পরই জানা গেছে আর্জেন্টিনার নতুন এ জার্সি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মতো। গলার কাছে সেই বিশ্বকাপের মতো থাকবে কালো বর্ডার। রয়েছেও তাই। মিল আছে কলারেও।

সামনের ভাগে রয়েছে তিনটি আকাশী নীল ও দুটি সাদা স্ট্রাইপ। পেছনে তিনটির জায়গায় নীল রঙের স্ট্রাইপ রয়েছে দুটি। মাঝের নীল স্ট্রাইপের বদলে অনেকটা আর্জেন্টিনার পতাকার আদলে ডিজাইন করা হয়েছে। মাঝামাঝি অবস্থানে আকাশী-সাদার স্ট্রাইপ কিছুটা সরু হয়ে এসেছে।

এবারের বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আর্জেন্টিনাই সবার আগে জার্সি উন্মোচন করল। যদিও এ মাসের মধ্যেই অন্য সব দলগুলোও তাদের নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করবে। আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবল উইন্ডোতে বিশ্বকাপের জার্সি পরে নামবে দলগুলো।

আগামী ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ মঞ্চে মাঠে নামবে দলগুলো। তবে আর্জেন্টিনা প্রথম দিন মাঠে নামবে ২২ নভেম্বর। প্রতিপক্ষ সৌদি আরব। এবার গ্রুপ 'সি'তে খেলবে আর্জেন্টিনা। গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আরও রয়েছে পোল্যান্ড ও মেক্সিকো।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

2h ago