ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ছবি: স্টার

বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৭টায় এ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৮টায় শেষ জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, দ্বিতীয় জামাতে ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন এবং শেষ জামাতে ইমামতি করেন বাগেরহাটের সিঙ্গাইর জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ছবি: স্টার

ষাটগম্বুজ মসজিদে আগত মুসল্লিদের নিরাপত্তায় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মুসল্লিরাও স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করেছেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, 'প্রতিবারের মতো এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন।'

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

3h ago