ভেজা মাঠে টস হতে দেরি

অবশেষে পছন্দের সংস্করণে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা। রোববার ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হওয়ার কথা দলদুটির। তবে গত দুই দিনের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

শনিবার প্রায় সারারাতই বৃষ্টি হয়েছে গায়নায়। সকালে বৃষ্টি থামলেও নির্ধারিত সময়ে মাঠ পরিচর্যা করে খেলার উপযোগী করা সম্ভব হয়নি। যে কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় টস হওয়ার কথা ছিল।

টিভি ধারাভাষ্যকারদের তথ্য অনুযায়ী, এরমধ্যেই একবার মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। যদিও ম্যাচ শুরুর সময় জানায়নি তারা। সাড়ে ৮টায় ফের পরিদর্শন করে জানানো হবে ম্যাচ শুরুর সময়।

গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে এবার একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সে ম্যাচে পাঁচ উইকেটে হেরেছিল টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য ক্যারিবিয়ান পারি দেয় ১০ বল হাতে রেখেই। অধিনায়ক নিকোলাস পুরান ও কাইল মেয়ার্সের ব্যাটে সহজ জয় পায় দলটি।

এর আগের দুটি টি-টোয়েন্টি ম্যাচের একটি অবশ্য বৃষ্টিতে ভেসে যায়। অপরটিতেও হারে টাইগাররা। হারে টেস্ট সিরিজের দুটি ম্যাচও। তাই ওয়েস্ট ইন্ডিজে এবার এখনও জয় শূন্য বাংলাদেশ। পছন্দের সংস্করণে জয়ের অপেক্ষায় টাইগাররা।

Comments

The Daily Star  | English

Without reforms, Feb election unacceptable: Nasiruddin Patwary

'We won't give even one percent concession in July Charter,' says Nahid

43m ago