জ্বলে উঠেছেন শরিফুল-মিরাজরা

Shoriful Islam
ছবি: ফিরোজ আহমেদ

শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবিয়ানদের চেপে ধরে টাইগাররা। সে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা চালায় ওয়েস্ট ইন্ডিজ। তবে শরিফুল ইসলামের জোড়া ধাক্কায় উল্টো আরও চাপ বাড়ে দলটির। এরপর মেহেদী হাস্না মিরাজ নেন আরও একটি। তাতে বিপদ কাটিয়ে উঠতে পারছে না স্বাগতিকরা।

রোববার গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ৫ উইকেটে ৭৪ রান করেছে ক্যারিবিয়ানরা। অধিনায়ক নিকোলাস পুরান ৯ ও রোমারিও শেফার্ড ৪ রানে উইকেটে আছেন।

৪১ ওভারের ম্যাচে ক্যারিবিয়ানদের দলীয় ফিফটি তুলে নিতে খেলতে হয় ১৮.৪ ওভার। যে কারণে কিছুটা চাপ কাটানোর চেষ্টায় হাত খুলে খেলার চেষ্টা চালান ব্র্যান্ডন কিং। তবে শরিফুলের বলের আকাশে তুলে দেন তিনি। সে ক্যাচ লুফ নিতে ভুল হয়নি বদলি ফিল্ডার এনামুল হক বিজয়ের। ৩১ বলে ৮ রান করেন তিনি।

এর পরের বলেই বড় ধাক্কাটা দেন শরিফুল। এবার তুলে নেন দারুণ সেট হয়ে যাওয়া শামারাহ ব্রুকসকে। অফস্টাম্পের বেশ বাইরে রাখা বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন এ ব্যাটার। তাতেই ভুল করে ফেলেন তিনি। ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে। ৬৬ বলে ৩টি চারের সাহায্যে ৩৩ রান করেন তিনি।

খুব বেশিক্ষণ টিকতে পারেননি রভমান পাওয়েলও। তাকে ছাঁটাই করেন মেহেদী হাসান মিরাজ। রভমানকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েছিলেন। তবে লাভ হয়নি। ব্যক্তিগত ৯ রানে ফিরতে হয় তাকে।  

এর আগে এদিন বাংলাদেশকে এদিন প্রথম সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। তার ফুলার লেংথের ভেতরের দিকে ঢোকানো বলে ফ্লিক করতে চেয়েছিলেন শেই হোপ। বল প্রথমে ব্যাটে লেগে পায়ে চলে যায় স্টাম্পে। ফলে বোল্ড হয়ে খালি হাতে সাজঘরে ফেরেন হোপ। এরপর উইকেটে নেমেই টানা দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান শামারাহ ব্রুকস।

তবে নাসুম আহমেদের করা পরের ওভারের শেষ বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েছিলেন এ ব্যাটার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। যদিও তার আউট নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। রিপ্লেতে ব্যাট এবং বলের মাঝে কিছুটা ফাঁক দেখা গেলেও আলট্রা এজে দেখা যায় ব্যাটে লাগে বল।

উইকেট পেলেও সে ওভারে ৯ রান খরচ করেন মোস্তাফিজ। যা এখন পর্যন্ত ইনিংসের সবচেয়ে খরুচে ওভার। যে কারণে পরে তাকে আর আনেননি অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ১০ ওভারের মধ্যেই পাঁচ বোলারকে ব্যবহার করেন।

তবে টাইগারদের দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। নিজের দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে প্রথম বলেই পান ছন্দে থাকা কাইল মেয়ার্সের উইকেট। তাকে সরাসরি বোল্ড করে দেন তিনি। হালকা বাঁকের মুখে বাড়তি বাউন্সে পরাস্ত হন মেয়ার্স। ২৭ বলে ১০ রান করেছেন এ ব্যাটার।

এদিন নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচ। যদিও সকালেই থেমে যায় বৃষ্টি। তবে গত কয়েক দিনের বৃষ্টির সঙ্গে গত রাতের ভারী বৃষ্টির কারণে মাঠ ছিল ভেজা। পরিচর্যার পর মাঠ খেলার উপযোগী করলে কমে আসে ম্যাচের পরিধি। ৪১ ওভারে হবে ম্যাচটি।

Comments

The Daily Star  | English

Without reforms, Feb election unacceptable: Nasiruddin Patwary

'We won't give even one percent concession in July Charter,' says Nahid

43m ago