তৃপ্তির ঢেঁকুর তুলেও চিন্তিত তামিম

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে চাপের মাঝে থাকা বাংলাদেশ।
ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে চাপের মাঝে থাকা বাংলাদেশ। দেশে ও দেশের বাইরে বিভিন্ন সংস্করণে টানা হারের পর পাওয়া এই সাফল্যে তৃপ্ত অধিনায়ক তামিম ইকবাল। তবে শেষদিকে ফিল্ডাররা ক্যাচ মিসের মহড়া দেওয়ায় একইসঙ্গে আফসোসও ঝরল টাইগার অধিনায়কের কণ্ঠ থেকে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় ৪১ ওভারে নেমে আসে লড়াইয়ে স্বাগতিকদের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ৫৫ বল হাতে রেখে। সফরকারীদের জয়ের মূল সুর বেঁধে দিয়েছিলেন বোলাররা। পেসার শরিফুল ইসলাম ৪ ও অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট দখল করেন।

ম্যাচের পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম জানিয়েছেন, ড্রেসিং রুমে ইতিবাচক বার্তা আসবে এই জয় থেকে, 'সিরিজ শুরুর আগেও বলেছিলাম যে হারতে কখনোই ভালো লাগে না। জিতলে আবহ ভালো থাকে, ড্রেসিং রুমের অবস্থা ভালো থাকে। সেদিক থেকে ভালো লাগছে প্রথম ম্যাচ জিতে।'

সিরিজে ভালো শুরুকে গুরুত্বপূর্ণ মানছেন তিনি, 'টিম মিটিংয়েও আমি একটা কথা বলেছি যে আমি ওয়ানডে অধিনায়ক বলেই যে সব বদলে যাবে তা না। টি-টোয়েন্টি ও টেস্টে যারা অধিনায়ক ছিল, খেলোয়াড় যারা খেলেছে, সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করেছে ভালো করতে। দুর্ভাগ্যজনকভাবে ভালো করতে পারিনি আমরা। এই ম্যাচে আমরা ভালো শুরু করতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ।'

বোলারদের প্রশংসায় মেতেছেন বাঁহাতি ওপেনার তামিম, 'বোলাররা যেভাবে বল করেছে...কখনও কখনও এই ধরনের উইকেটে, যেখানে অনেক সহায়তা আছে, বোলাররা বেশি লোভী হয়ে উঠতে পারে। তবে আমরা তা হইনি। এটা জরুরি ব্যাপার ছিল। মিরাজ ও পেসাররা দারুণ বল করেছে। যদিও বল অনেক টার্ন করছিল উইকেটে, এখানেই আমাদের একজন পেসার ৪ উইকেট নিয়েছে। সে মূলত আমাদের ম্যাচে ফিরিয়েছে। সব মিলিয়ে তাই খুব তৃপ্তিদায়ক।'

চারটি সহজ ক্যাচ ছাড়ায় তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি, 'ভালো দলের বিপক্ষে এই ক্যাচগুলো ছাড়ার মূল্য অনেক বড় হতে পারে। অধিনায়ক হওয়ার পর থেকেই বলছি, এটা নিয়ে আমি চিন্তিত। এটা বন্ধ করতে হবে, কমে আসতে হবে। ক্যাচগুলো ধরলে আমরা হয়তো এই ম্যাচে ১১৫ রান তাড়া করতাম। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে।'

Comments

The Daily Star  | English
Preparing for Ramadan's Price Shocks

Power price to go up 4 times a year

The government has drawn up a plan to increase the price of electricity four times a year for the next three years to withdraw all subsidies in the power sector, which the IMF recommends.

1h ago