ওয়ানডে অধিনায়ক তামিমের সফলতার কারণ জানালেন মিরাজ

ছবি: ফিরোজ আহমেদ

মাশরাফি বিন মর্তুজার গৌরবময় অধ্যায়ের পর তামিম ইকবালের কাঁধে উঠেছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব। তার নেতৃত্বে এই সংস্করণে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে টাইগাররা। অভিজ্ঞ তারকার অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ মেহেদী হাসান মিরাজ জানালেন তামিমের সাফল্যের পেছনের অন্যতম কারণ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গায়ানার প্রভিডেন্সে পরস্পরকে মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিজেদের করে নেবে তামিমের দল। একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে স্বাগতিক ক্যারিবিয়ানদের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছিল সফরকারী টাইগাররা।

তামিমের নেতৃত্বে এর আগে ছয়টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এর পাঁচটিতেই জিতেছে তারা। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে এবং ২০২২ সালে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। গত বছর কেবল নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা। তামিমের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পাঁচটি সিরিজ জয়ের হাতছানি।

ম্যাচের আগে গণমাধ্যমের কাছে মিরাজ বলেছেন, তামিমের অধিনায়কত্ব ভালো লাগছে তার কাছে, 'তামিম ভাই তো খুব ভালো অধিনায়কত্ব করছেন এবং সফলও হচ্ছেন। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে আমরা সিরিজ জিতেছি। চার-পাঁচটি সিরিজ জিতেছি আমরা তার নেতৃত্বে।'

তামিমের সফলতার পেছনের কারণ হিসেবে সতীর্থ সবার ভূমিকা দেখছেন এই অফ স্পিনার, 'খুব ভালো অধিনায়কত্ব করছেন তিনি এবং সবচেয়ে বড় কথা হলো, তাকে সবাই সহায়তা করছেন পেছন থেকে। ফিল্ডার বলেন বা বোলার-ব্যাটসম্যান, সবাই সহায়তা করায় তার কাজ সহজ হয়ে যাচ্ছে।'

মিরাজের মতে, তারা পাশে থাকায় তামিমের নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যাচ্ছে, 'সবাই যদি যার যার ভূমিকা পালন করতে পারে, তাহলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। আমরা মনে করি, খেলোয়াড়রা সবাই তার পাশে আছি, সবাই চেষ্টা করছি নিজের ভূমিকা পালন করতে।'

Comments

The Daily Star  | English

Israel wants to take control of all of Gaza: Netanyahu

The Israel PM says Israel intends to take military control of all of Gaza and will eventually hand it over to armed forces

46m ago