জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩১ জুলাই, এবারও থাকছে ‘বিতর্কিত’ শিফট পদ্ধতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শুরু হবে। আগামী ৪ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।
ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শুরু হবে। আগামী ৪ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।

আজ শুক্রবার দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে, এবারও ভর্তি পরীক্ষা হবে 'বিতর্কিত' শিফট পদ্ধতিতে।

ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি শিগগির দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।'

এবার ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি রাখা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ডেপুটি রেজিস্ট্রার বলেন, 'এবারও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।'

জাবির গত কয়েক বছরের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়,  কোনো এক শিফটের ভর্তি পরীক্ষার্থীরা মেধা তালিকায় বেশি স্থান পায়। পিছিয়ে থাকেন অন্য শিফটের পরীক্ষার্থীরা।

গত বছর 'বি' ইউনিটের ৩২৬ আসনের ২১৭ জন মেধা তালিকায় এসেছে পঞ্চম শিফটের পরীক্ষার্থীরা, যা মোট আসনের ৬৭ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় শিফট থেকে তালিকায় স্থান পেয়েছিলেন মাত্র ১২ জন।

একই বছর 'ডি' ইউনিটের ৩২০ আসনের মধ্যে ১০৪ জন মেধা তালিকায় এসেছে পঞ্চম শিফট থেকে। অন্যদিকে তৃতীয় শিফট থেকে স্থান পেয়েছিলেন মাত্র ১ জন।

এছাড়া, 'বি' ইউনিটের আলাদাভাবে প্রকাশিত মেয়েদের মেধা তালিকায় শীর্ষ ১০ জনের ৯ জনই ছিলেন পঞ্চম শিফটের পরীক্ষার্থী। ছেলেদের মেধা তালিকাতেও শীর্ষ ১০ জনের ৯ জন পঞ্চম শিফটের ছিলেন।

'বিতর্কিত' শিফট পদ্ধতি নিয়ে এর আগে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সদ্য সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা অনেকবার বলেছি শিফট পদ্ধতি বাদ দিয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নিতে। বিদ্যমান শিফট পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন সম্ভব নয়।'

'বিতর্কিত' শিফট পদ্ধতিতেই কেন আবারও ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলমকে কয়েকবার ফোন করা হলেও, তিনি কল রিসিভ করেননি।

Comments