অবশেষে প্রকাশ্যে ফারুকী-তিশার সন্তান ইলহাম

তিশা ও ফারুকীর কোলে ছোট্ট ইলহাম। ছবি: সংগৃহীত

চলতি বছরের ৫ জানুয়ারি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার ঘরে আসে প্রথম সন্তান। তাকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবও ঘুরে এসেছেন এই দম্পতি। কিন্তু, সন্তানের মুখ ছিল ক্যামেরার আড়ালে। অবশেষে আজ শনিবার বিকেলে শিশুকন্যা ইলহামের মুখ প্রথম প্রকাশ্যে আনলেন এই দম্পতি।

বাবা ফারুকীর সঙ্গে ইলহাম। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুসরাত ইমরোজ তিশা কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, 'দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

প্রসঙ্গত, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিশা ও ফারুকী।

Comments

The Daily Star  | English

SC clears way for holding Ducsu election on Sept 9

A seven-member bench of the Appellate Division headed by Chief Justice Syed Refaat Ahmed passed the order

35m ago