গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দেশ রূপান্তর সম্পাদক

ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 'দৈনিক দেশ রূপান্তর' পত্রিকার সম্পাদক অমিত হাবিব। 

দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

পত্রিকাটির একজন জ্যেষ্ঠ প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরী জানান, অমিত হাবিবকে পরে বিআরবি হাসপাতালে ভর্তি করে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

পাভেল বলেন, 'অমিত দা বিআরবি হাসপাতালের ডা. আখলাখ হোসেনের অধীনে চিকিৎসা নিচ্ছেন। যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের প্রধান।'

ডক্টর আখলাখের বরাত দিয়ে পাভেল বলেন, আগামী ৭২ ঘণ্টা অমিত হাবিবের জন্য অত্যন্ত সংকটপূর্ণ।

ডায়াবেটিসে আক্রান্ত অমিত হাবিব গত বছর হৃদরোগে আক্রান্ত হন।

দেশ রূপান্তরে যোগদানের আগে অমিত হাবিব কালের কণ্ঠ, সমকাল, যায় যায় দিন ও ভোরের কাগজসহ দেশের বিভিন্ন দৈনিকে কাজ করেছেন।
 

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

49m ago