ক্যাম্পাস

চবির আন্দোলনে সমর্থন জানিয়ে ৪ দফা দাবিতে জাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন সমর্থন জানিয়ে ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  
ছবি : শেখ তাজুল ইসলাম তাজ /স্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।  

আজ শনিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান। নারী শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা বাতিলের দাবিও জানান বক্তারা।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, 'যেসব ঘটনায় আমাদের আরও আইনের প্রয়োগ দরকার, সেসব ব্যাপারে আমরা প্রশাসনের তেমন উদ্যোগ দেখি না। নারীরা কর্মক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন, সেগুলোর বিষয়ে আমার তড়িৎ পদক্ষেপ কামনা করি।'

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এরফানুল ইসলাম ইফতু বলেন, 'নিপীড়নমূলক সমাজের বৈধতা কে দিচ্ছে, এটা আমাদের শঙ্কার কারণ। এই ধরনের সন্ত্রাসী, নিপীড়কদের বৈধতা দেওয়ার ক্ষমতা কারো নেই।'

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মৌটুসী জুবায়দা বলেন, 'প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন হচ্ছে। আমাদের রাষ্ট্র, সমাজ, বিবেকবোধ কোথায় গিয়ে ঠেকছে? নিরাপত্তার দোহাই দিয়ে নারীদের তাড়াতাড়ি ঘরে ফিরতে বলা হাস্যকর। নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।'

বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল রনি বলেন, 'ক্ষমতাসীনদের রাজনীতির সঙ্গে যারা জড়িত, তারা বারবার পার পেয়ে যান বলে এরকম ঘটনা আমরা দেখেই যাচ্ছি। জঘন্যতম অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। পুরুষদের মনস্তাত্ত্বিক সমস্যার কারণেই আমাদের সমাজে নারীরা নিপীড়িত। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী সেল গঠন করতে হবে।' 

Comments