ট্রান্সফার লাইভ: রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকছেন ফার্গুসনও

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকছেন ফার্গুসনও

নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ম্যানচেস্টারে এসেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেখানে তার সঙ্গে এসেছেন তার এজেন্ট হোর্হে মেন্ডিসও। ক্যারিংটনের অনুশীলন মাঠে যাওয়ার দৃশ্য এরমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। সেখানে রয়েছে সাবেক কোচ আলেক্স ফার্গুসনের ছবিও। রোনালদোর সঙ্গে ঠিক একই সময়ে মাঠে পৌঁছান সাবেক এ কোচ।

লাইপজিগে ফিরতে পারেন ভের্নার

চেলসিতে নিজেকে প্রমাণ করতে না পারায় গত মৌসুমেই সে অর্থে খেলার সুযোগ পাননি টিমো ভের্নার। এ মৌসুমে তো তাকে বেচে দিতেই চায় দলটি। জুভেন্টাস মাঝে আগ্রহ দেখিয়েছিল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, তাকে ফেরাতে চায় সাবেক ক্লাব আরবি লাইপজিগ। 

কুন্দেকে পাওয়ার দৌড়ে এগিয়ে বার্সেলোনা

সেভিয়ার ফরাসি সেন্টার-ব্যাক জুলস কুন্দেকে পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু নাটকীয়ভাবে পরিস্থিতি গিয়েছে পাল্টে। এ সেন্টার-ব্যাককে পাওয়ার বেশ কাছাকাছি চলে এসেছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, আর্থিক সংকটে থাকার মধ্যেও সেভিয়াকে চেলসির থেকে ভালো প্রস্তাব দিয়েছে কাতালান ক্লাবটি।

ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ম্যানচেস্টারে রোনালদো

নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ম্যানচেস্টারে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের কোনো ক্লাবে খেলার জন্য এ মৌসুমে দল বদল করতে চেয়েছেন তিনি। যদিও তাকে পাওয়ার জন্য আগ্রহ দেখায়নি তেমন কোনো ক্লাব। এ মুহূর্তে তাকে পাওয়ার দৌড়ে এগিয়ে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ।

মেমফিসে নজর জুভেন্টাসের

খরচ কিছুটা কমাতে এবার মেমফিস ডিপাইকে এ মৌসুমে বেচে দিতে চায় বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো সংবাদ অনুযায়ী, ২০ মিলিয়ন ইউরো পেলেই তাকে ছেড়ে দিবে কাতালানরা। এরমধ্যেই তাকে পেতে আগ্রহ দেখাচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

4h ago