পাউবির নির্বাহী প্রকৌশলীকে হুমকির অভিযোগ কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে
বাংলদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর কক্সবাজার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হুমকি এবং এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টা হতে ১০টার মধ্যে পাউবোর কক্সবাজার শহরের বিজয় সরণীস্থ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ সাংবাদিকদের বলেন, 'সোমবার রাতে ফোন দিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি আমার সঙ্গে দেখা করতে চান। আমি তাকে অফিসে আসতে বলি। তিনি যখন আসেন তখন আমি সরকারি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অনলাইনে যুক্ত ছিলাম। একারণে তাকে ২০ মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ সভাপতি আমার অফিসের স্টাফদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও কায়সার নামে এক অফিস সহায়ককে মারধর করেছেন। পরে মুঠোফোনে আমাকেও গালিগালাজ ও হুমকি দিয়েছেন। যার রেকর্ড আমার কাছে আছে।'
বিষয়টি কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মুজিবুর রহমান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফাকে জানিয়েছেন বলে জানান তিনি।
'কর্তৃপক্ষের নির্দেশনা মতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।
তবে এই অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী অসম্মান করেছেন এবং পিয়ন দিয়ে হেনস্তা করেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
জানতে চাইলে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আমার এলাকার একটি বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমার আগে কথা হয়েছিল। তিনি আমাকে সোমবার রাতে ডেকে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে অফিসে গেলে নির্বাহী প্রকৌশলী মিটিংয়ের কথা বলে আমাকে বাইরে অফিস সহকারির রুমে বসিয়ে রাখেন। ঘণ্টা-দেড়েক বসে থাকার পরও ডাক না পাওয়ায় আমি চলে আসছিলাম। পিয়ন গিয়ে খবরটি দেওয়ার পর নির্বাহী প্রকৌশলী আমাকে আবারও ডেকে নিয়ে একই জায়গায় বসান। তখন রাত প্রায় সোয়া ১০টা। মিনিট দশেক পর একজন পিয়ন রুমের ফ্যান-এসি সব বন্ধ করে চলে যান। আমি অপমানিত বোধ করে দোতলা থেকে নিচতলায় নামার সময় সেই পিয়নকে সামনে পেয়ে বলি, নির্বাহী প্রকৌশলী আমাকে ডেকে এভাবে হেনস্তা না করলেও পারতেন। কথাটি তিনি গিয়ে নির্বাহী প্রকৌশলীকে জানালে তিনি উঠে এসে আমাকে হাত ধরে টেনে আবার উপরে নিতে চান। আমি না গিয়ে বাড়ি ফিরে আসি।'
'আমি চলে আসার পর রাতে নির্বাহী প্রকৌশলী আমাকে কল করে বলেন- আপনাকে যথেষ্ট সম্মান করার পরও আপনি চলে গেলেন। তখন আমি পিয়নের অফিসে বসিয়ে ফ্যান-এসি বন্ধ করে হেনস্তার বিষয়টি তুলে ধরি। এ সময় আরও বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়,' বলেন তিনি।
অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, 'নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে আমার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তোলা দুঃখজনক। আমি কাউকে মুঠোফোনে হত্যার হুমকি দেবো এতটা অবুঝ অন্তত নই। আমরা পাউবো অফিসে অবস্থানকালীন সময়টা সিসিটিভি ফুটেজ দেখলে প্রমাণ মিলবে।'
জানতে চাইলে পাউবো নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ বলেন, 'ছাত্রলীগ সভপতি যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়। তাকে ২০ মিনিটের মতো বসানো হয়েছিল।'
Comments