ট্রান্সফার লাইভ: জুভদের কাছে ডিপাইকে কেনার প্রস্তাব দিল বার্সেলোনা

ছবি: টুইটার

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

জুভেন্তাসের কাছে ডিপাইকে কেনার প্রস্তাব দিল বার্সা

গত মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই। কিন্তু ক্যাম্প ন্যুতে প্রত্যাশা অনুসারে পারফর্ম করতে পারেননি তিনি। ফলে কাতালান ক্লাবটি থেকে তাকে বিদায় করে দেওয়ার গুঞ্জন চড়া। ইতালিয়ান গণমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ত জানিয়েছে, জুভেন্তাসের কাছে ডিপাইকে কেনার প্রস্তাব দিয়েছে বার্সা। চলমান গ্রীষ্মকালীন দলবদলে রবার্ত লেভানদভস্কি, রাফিনহা, আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেনের মতো ফুটবলারদের দলে টানলেও এখনও তাদের নিবন্ধন করাতে পারেনি স্প্যানিশ পরাশক্তিরা। সেজন্য তাদের বেশ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। পাশাপাশি মোট বেতনের অঙ্কও কমাতে হবে বার্সাকে।

 

নাপোলিও পেল রোনালদোকে দলভুক্ত করার প্রস্তাব

চ্যাম্পিয়ন্স লিগের একটি ক্লাবের হয়ে খেলতে বেশ কিছু ক্লাবের সঙ্গেই যোগাযোগ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো এজেন্ট হোর্হে মেন্ডিস। তবে তেমন কোনো ক্লাবই আগ্রহ দেখাচ্ছে না তাকে দল টানতে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সংবাদ অনুযায়ী, এ পর্তুগিজ তারকার জন্য ইতালিয়ান ক্লাব নাপোলিকে প্রস্তাব দিয়েছেন তার এজেন্ট মেন্ডিস।

মোনজার খুব কাছে ইকার্দি

ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কেতোর সংবাদ অনুযায়ী, মাউরো ইকার্দি বরুশিয়া ডর্টমুন্ডে যাচ্ছে না। তার জায়গায় ইতালির সিরিআর নবাগত দল মনজায় যেতে আগ্রহী এ আর্জেন্টাইন। দুই পক্ষের মধ্যে আলোচনার অগ্রগতিও হয়েছে।

আন্তোনির জন্য ৮৪ মিলিয়ন ইউরো চায় আয়াক্স

আয়াক্সের আন্তনিকে পাওয়ার জন্য অনেক দিন থেকেই চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে অবশ্য বিক্রি করতে চাইছিল না আয়াক্স। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, শেষ পর্যন্ত তার জন্য ৮৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি বেঁধে দিয়েছে ক্লাবটি। 

ধারে রোমায় যাচ্ছেন উইনালদাম

পিএসজির মিডফিল্ডার জিওর্জিনিও উইনালদামকে ধারে টানা খুব কাছে চলে এসেছে রোমা। পাওলো দিবালাকে দলে টানার পর দলের মিডফিল্ড শক্তিশালী করার দিকে নজর দিচ্ছেন কোচ জোসে মরিনহো।

রোনালদোকে পেতে গ্রিজমানকে ছাড়বে অ্যাতলেতিকো

ক্লাব সভাপতি বিষয়টি অসম্ভব বলে বিবৃতি দিলেও গুঞ্জন কমছে না। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে পেতে আতোঁয়ান গ্রিজমানকে বিক্রি করবে দলটি। যদিও এ খেলোয়াড়টি তাদের নিজেদের নয়। বার্সেলোনা থেকে ধারে খেলছেন অ্যাতলেতিকো মাদ্রিদে।  

নিজ দেশের ক্লাবে যোগ দিলেন সুয়ারেজ

উরুগুয়ের ক্লাব ন্যাসিওনালে যোগ দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ। আগের দিন নিজেদের সামাজিকমাধ্যম টুইটারে ঘোষণা দিয়েছে ক্লাবটি। ৩৪ বছর বয়সী এ তারকার ন্যাসিওনালের জার্সি পরা ছবিও আপলোড করে তারা। জুনের শেষে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ফ্রি এজেন্ট হয়ে যান এ ফরোয়ার্ড।

বার্সেলোনায় যোগ দেওয়ার পথে কুন্দে

বার্সেলোনার সঙ্গে চুক্তি প্রায় পাকা করে ফেলেছেন সেভিয়ার সেন্টার ডিফেন্ডার জুলস কুন্দে। ৫০ মিলিয়ন ইউরোয় রফা দফা হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। খুবই শীগগিরই আসতে পারে ঘোষণা। এ তারকাকে পেতে মুখিয়ে ছিল চেলসিও। ইভিনিং স্টান্ডার্ডের সংবাদ অনুযায়ী, কুন্দের আগ্রহ না থাকায় এ ট্রান্সফার থেকে সরে এসেছে ইংলিশ ক্লাবটি।

Comments

The Daily Star  | English

Exporters fear losses as India slaps new restrictions

Bangladesh’s exporters fear losses as India has barred the import of several products—including some jute items—through land ports, threatening crucial trade flows and millions of dollars in earnings.

3h ago