ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিন গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের কমিশনিং কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়।

গত ২৪ জুলাই দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে পুনিয়াউট নতুন বাইপাস মহাসড়ক পর্যন্ত গ্যাস পাইপলাইনের কমিশনিং কাজ করা হবে। এজন্য ৩ দিন ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল এলাকার আবাসিক এবং বাণিজ্যিক— উভয় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৪ লেন মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের জন্য মূলত গ্যাস পাইপ লাইন আপগ্রেডেশন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় গ্যাসের পুরনো লাইন বদলে নতুন লাইন করা হচ্ছে। আগামী ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত গ্যাস লাইন হুক-আপ করার কাজ চলবে।'

বাখরাবাদ কর্তৃপক্ষের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই এ বিষয়টি উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মাইকিং করা হচ্ছে।

এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসিন্দারা।

শহরের বণিক পাড়ার বাসিন্দা স্কুল শিক্ষিকা পূর্ণিমা সাহা ডেইলি স্টারকে বলেন, 'গ্যাসের সরবরাহ না থাকলে হোটেলগুলোতেও খাবারের সংকট দেখা দেয়। এজন্য বাজার থেকে কেরোসিন-চালিত স্টোভ কিনে নিয়েছি। এটা দিয়েই রান্নাবান্নার কাজ চালিয়ে নেব। তা ছাড়া আগাম রুটি বানিয়ে, মাছ ভেজে, ডিম, আলু ও ডাল সিদ্ধ করে সংরক্ষণ করে রাখব। এতে আপদকালীন সময়ে বিকল্প চুলায় রান্নার কাজটি সহজ হবে।'

হালদারপাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সুবর্ণা আক্তার বলেন, 'গ্যাস লাইন বন্ধ থাকার পাশাপাশি ঘনঘন লোডশেডিং থাকলে আমাদের মতো ভাড়াটিয়ারা বেশি দুর্ভোগে পড়বে। এজন্য পরিবারের সবাই গ্রামের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি '

পৌর এলাকার ভাদুঘরের বাসিন্দা গৃহবধূ নুসরাত জাবীন বিপা বলেন, 'হোটেলের খাবারের ওপর আমাদের ভরসা করতে হবে। কারণ, ছেলের স্কুলে দশম শ্রেণির প্রিটেস্ট পরীক্ষা চলমান থাকার কারণে শহরের বাসা ছেড়ে গ্রামের বাড়িতে যেতে পারব না।'

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

4h ago