বাড়িতে পৌঁছাল ১১ মরদেহ, শোকে স্তব্ধ গ্রাম

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১১ জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রামের রেলওয়ে থানা চত্বরে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

হস্তান্তর করা মরদেহগুলো হলো- জিয়াউল হক, মোস্তফা মাসুদ রাকিব, রিদুয়ান চৌধুরী ও ওয়াহিদুল আলম, সামিরুল ইসলাম হাসান, মোসাহাব আহমেদ, ইকবাল হোসেন, শান্তি শীল, মোহাম্মদ আসিফ ও সাজ্জাদ হোসেন এবং মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, 'স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে আবেদন করেছিল। আমরা যাবতীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করেছি।'

এদিকে রাত সাড়ে ১১টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে পৌঁছালে সেখানে শোকের মাতম তৈরি হয়।

খন্দকিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান বলেন, 'একসঙ্গে ১১ জনের মৃত্যুর ভার সইতে পারছে না এলাকাবাসী। শোকে স্তব্ধ পুরো গ্রাম।'

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

24m ago