‘এটা পাড়ার খেলা না যে আমি একে-ওকে খেলিয়ে দিলাম’

Tamim Iqbal
তামিম ইকবাল। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

২০১৪ সালের পর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে আর কোন ওয়ানডে হারেনি বাংলাদেশ। এই সময়ে জিতেছে টানা ১৯ ম্যাচ। প্রতিপক্ষের শক্তির তুলনায় বাংলাদেশ নামে-ভারে অনেকখানি এগিয়ে। সেইসঙ্গে আসন্ন সিরিজটি ওয়ানডে সুপার লিগেরও অংশ নয়। তবু এসব সিরিজেও কোন রকম পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

শুক্রবার ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে রওয়ানা হয়েছে ওয়ানডে স্কোয়াডের সদস্যরা। টি-টোয়েন্টিতে নতুন আদলের দল পাঠালেও ওয়ানডেতে বাংলাদেশ যাচ্ছে অভিজ্ঞদের নিয়েই। ব্যক্তিগত কারণে নেই কেবল সাকিব আল হাসান। তামিমের সঙ্গে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম আছেন। সেখানে গিয়েও তাদের বসিয়ে অন্যদের খেলার সুযোগ দেখেন না তামিম। 

যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সামনে হাজির হয়ে ওয়ানডে অধিনায়ক জানান ইদানিং তরুণ-বুড়ো ইত্যাদি নিয়ে একটু বেশিই কথা হচ্ছে,  'আমার তো মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা দলে ১৫ জন খেলোয়াড় তাকে। ১৫ জনকে খেলানো সম্ভব হয় না। আপনি যদি গত সিরিজও দেখেন সব তরুণরাই খেলেছে। এই সিরিজে হ্যাঁ মুশফিকের অন্তর্ভুক্তি হচ্ছে। সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় তরুণ-বুড়ো এটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে। আমার মনে হয় ১৫ জন থেকে যারা সামর্থ্যবান তারাই সুযোগ পাবে, সেরা একাদশ এভাবে ঠিক করব।'

তামিমের কথায় আভাস সিরিজ জিতে গেলে হয়ত সুযোগ না পাওয়াদের কারো কারো তৃতীয় ম্যাচে সুযোগ মিলতে পারে। তবে তাও তিনি সব সিদ্ধান্ত নেবেন রয়েসয়ে,  '১৫ জনে অনেকে হয় গেইম টাইম পায় না। যদি সুযোগ থাকে, খেলাতে পারি তাহলে ভাল হবে। এটা আন্তর্জাতিক একটা সিরিজ, এটা পাড়ার খেলা না যে আমি একে-ওকে খেলিয়ে দিলাম। যে ডিজার্ভ করে সে খেলবে।'

জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সময়ে একচ্ছত্র আধিপত্য থাকলেও সেটাকে নিয়ে খুব ভাবিত নন ওয়ানডে অধিনায়ক। যাওয়ার আগে তিনি জানিয়ে গেছেন, নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের উপরই নির্ভর করছে সব, 'আমি সব সময় বলি কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে এটা এতটা ম্যাটার করে না। কে ভালো খেলছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওদের চেয়ে অবশ্যই আমরা ভাল দল কোন সন্দেহ নাই, ওদের দেশে ওরা যে সহজে হেরে যায় তা না। গত কয়েকটা সিরিজে দেখেন পাকিস্তানের মতো দলও গিয়ে হেরে এসেছে। কাজেই আমাদের নির্ভার থাকার কোন সুযোগ নেই।'

'আমাদের প্রথম বল থেকে সুইচ অন হতে হবে। যদি ভাল করতে চাই। খেলা জেতা হারা নির্ভর করে কে ভালো খেলছে, কে ভাল দল তা দিয়ে হয় না।'

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

15h ago