শেষ ৬ ওভারের বোলিংকে দায় দিচ্ছেন সোহান

nurul hasan sohan

পাহাড়সম রান তাড়ায় ব্যাটসম্যানদের চেষ্টা শেষ পর্যন্ত হয়নি সফল। আরেকটু আগ্রাসন দেখাতেই পারলেই দারুণ রান তাড়া হয়ে যেত। তবে বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান এই ম্যাচের ময়নাতদন্ত করতে গিয়ে সমস্যা খুঁজে পাচ্ছেন স্লগ ওভারের বোলিংয়ে।

শনিবার আগে ব্যাট করতে যাওয়া জিম্বাবুয়ের ইনিংসের প্রথম দিকে আভাস ছিল না দুইশো রানের। প্রথম ১০ ওভারে তাদের রান ছিল ৭৪। কিন্তু পরের ১০ ওভারে তারা তুলে নেয় ১৩১ রান!

আরও নির্দিষ্ট করে বললে শেষ ৬ ওভারে সিকান্দার রাজার খুনে ব্যাটিংয়ে এসেছে ৯১ রান। বাংলাদেশকে পুড়িয়ে মাত্র ২৬ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন রাজা।

মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের দেদারসে পিটিয়ে রান বাড়িয়েছেন তিনি। মোস্তাফিজ তো তার ৪ ওভারে খসিয়েছেন ৫০ রান। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই শেষের ওই রান বিলানোকে কারণ হিসেবে উল্লেখ করলেন সোহান,  'দারুণ খেলা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় ডেথ ওভারে, শেষ ৫-৬ ওভারে ভালো জায়গায় বোলিং করতে পারিনি আমরা। ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয়, কিছু জায়গা আছে যেখানে আমরা উন্নতি করে পরের ম্যাচে নামতে পারি।'

'(হারের কারণ হিসেবে) কোনো কিছুকেই কারণ হিসেবে দেখতে চাই না। ব্যাটিং বলুন বা ফিল্ডিং, বোলিং বলেন সব আমরাই। যেটাই করি, আমাদেরই ভালো করতে হবে। যেটা বললাম শেষ ৫/৬ ওভার আমরা আজকে ভালো বোলিং করতে পারিনি। পরের ম্যাচে আমাদের এই জায়গায় উন্নতি করতে হবে!'

জিম্বাবুয়ে ২০৫ রান করে ফেলার পরও জেতার আশা করছিল বাংলাদেশ। কারণ হারারের উইকেট ছিল বেশ ব্যাটিং বান্ধব। তাতে নেমে লিটন দাসের ঝড়ে পাওয়ার প্লে লেগেছিল কাজে। কিন্তু আরেক প্রান্তে এনামুল হক বিজয় ছিলেন শম্বুক গতির। এই ডানহাতি ২ ছক্কা মারলেও ২৬ রান করেন ২৭ বলে!

শেষ দিকে অধিনায়ক সোহান ২৬ বলে অপরাজিত ৪২ রান করে চেষ্টা চালালেও লাভ হয়নি। সাতে নামা মোসাদ্দেক হোসেন সৈকতও করেন ১০ বলে স্রেফ ১৩ রান। সমীকরণ মেলানোর কাছে যেতে পারেনি বাংলাদেশ। ১৮৮ রানে থেমে ম্যাচ হারে ১৭ রানে। 

তবু ব্যাটিং নয় সোহানের বারবার বলা কারণে স্লগ ওভারের বোলিংটাই উঠে এলো,  '২০০ রান চেজ করা সবসময় একটা কঠিন ব্যাপার। আমরা যখন ড্রেসিংরুমে ফিরেছিলাম, তখন আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম। উইকেট খুবই ভালো, তাড়া করতে পারব ইনশাআল্লাহ। আমি যেটা বললাম, বোলিংয়ে শেষ ৫-৬ ওভারে উন্নতি করার জায়গা আছে, সেই জায়গায় আমরা উন্নতি করে পরবর্তী ম্যাচ খেলব।'

'উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। আমরা ১৫ রান কম দিলে ম্যাচটা অন্যরকম হতো। আশা করি, পরের ম্যাচে আমরা কিছু জিনিস উন্নতি করে নামতে পারব।'

Comments

The Daily Star  | English

137 journalists sued so far

They have been charged with murder, attempted murder, unlawful assembly, rioting, abduction, vandalism, extortion, assault, and in certain cases, genocide, and crimes against humanity.

8h ago