ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগে মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজ শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে আজ রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে ব্রাহ্মণবাড়িয়া পৌর ও সরাইল সদরের লক্ষাধিক মানুষকে  দুর্ভোগে পড়তে হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছিল, আগামী বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং শহরে মাইকিংও করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে পনিয়াউট নতুন বাইপাস এলাকা পর্যন্ত পুরনো পাইপলাইন বদলে নতুন করে বসানো হবে। এজন্য উল্লিখিত এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ ৩ দিন বন্ধ থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শফিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন জাতীয় মহাসড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পুরাতন গ্যাস লাইনের পরিবর্তে নতুন লাইন বসানো হচ্ছে। ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত গ্যাস লাইন সংযোগের কাজ চলবে।'

গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার অনেক বাসিন্দা আগাম প্রস্তুতি নিয়েছেন।

বণিক পাড়ার বাসিন্দা স্কুল শিক্ষিকা পূর্ণিমা সাহা বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকলে হোটেলগুলোতেও খাবারের সংকট দেখা দেয়। এজন্য বাজার থেকে কেরোসিনচালিত চুলা কিনলাম। আমি এটি দিয়ে রান্না চালিয়ে যাব। আমি আগে থেকে রুটি বানিয়ে, মাছ ভাজি, ডিম, আলু ও ডাল সিদ্ধ করে রেফ্রিজারেটরে সংরক্ষণ করেছি। এতে আপদকালীন সময়টাতে বিকল্প চুলায় রান্নার কাজটি সহজতর হবে।

বিজিডিসিএল সূত্র জানায়, তাদের কোম্পানির একটি মেরামতকারী দল দ্রুত লাইন আপগ্রেডেশনের কাজ করছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago