যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কায়েদা নেতা জাওয়াহিরি নিহত

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কায়েদার প্রধান নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন।
জাওয়াহিরি
আয়মান আল-জাওয়াহিরি। ছবি: রয়টার্স ফাইল ফটো

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কায়েদার প্রধান নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন।

গতকাল সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে জানিয়েছেন, গত সপ্তাহের শেষের দিকে আল-জাওয়াহিরিকে হত্যা করা হয়েছে।

বাইডেন বলেন, '…সেই সন্ত্রাসী নেতা আর নেই।'

তিনি আরও বলেন, 'কত সময় লেগেছে বা কোথায় লুকিয়ে ছিল সেটা কোনো বিষয় না। আমাদের জনগণের জন্য কেউ হুমকি হলে যুক্তরাষ্ট্র তাকে খুঁজে বের করবে।'

তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ হামলার কথা জানিয়ে এর তীব্র নিন্দা করেছেন। তিনি একে 'আন্তর্জাতিক নিয়মনীতির লঙ্ঘন' বলে মন্তব্য করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, কাবুলে জাওয়াহিরি তার পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। বাড়ির বারান্দায় তাকে হত্যা করা হয়। হামলায় আর কেউ নিহত বা আহত হননি।

মিশরীয় চিকিৎসক জাওয়াহিরিকে ধরিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে ২৫ মিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছিল। তার বিরুদ্ধে ২০০১ সালে নিউইয়র্কে টুইন টাওয়ার ও ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে হামলায় সহযোগিতার অভিযোগ আছে।

২০১১ সালে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হলে জাওয়াহিরি সংগঠনটির শীর্ষ নেতা হন।

Comments