অন্য সিনেমার পোস্টার সরানো নিয়ে যা বললেন নাজিফা তুষি

নাজিফা তুষি। ছবি: স্টার

মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমার 'গুলতি' চরিত্রে অভিনয় করে আলোচনায় আছেন নাজিফা তুষি। কিন্তু, একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।

নাজিফা তুষি। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

ভিডিওতে দেখে মনে হচ্ছে, 'হাওয়া' সিনেমার সঙ্গে থাকা 'পরাণ' ও 'দিন: দ্য ডে' সিনেমার পোস্টার সরাতে বলছেন তিনি।

নাজিফা তুষি। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

এ বিষয়ে নাজিফা তুষি দ্য ডেইলি স্টারকে বলেন, সহজ একটি বিষয় এতো জটিল হবে ভাবিনি। শ্যামলী সিনেমায় 'হাওয়া' দেখা দর্শকদের কয়েকজন সাংবাদিক সাক্ষাৎকার নেওয়া কথা বললেন। আমি 'হাওয়া' সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে কথা বলতে চাইলাম। সবাই তাই করে। নিজের অভিনীত সিনেমার পোস্টার আশপাশে থাকলে তার সামনে দাঁড়ায়। তখন দেখলাম 'পরাণ' ও 'দিন: দ্য ডে' সিনেমার পোস্টার সরাচ্ছে সিনেমা হলের লোকজন। আমি এটি দ্রুত শেষ করতে বলেছিলাম। এমন একটি সহজ বিষয়কে জটিল করে ফেলল কিছু মানুষ।'

নাজিফা তুষি। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

তিনি আরও বলেন, 'পরাণ সিনেমার শরিফুল রাজ 'হাওয়া' সিনেমার নায়ক। পরিচালক রায়হান রাফি আমার বন্ধু। 'দিন: দ্য ডে' বড় বাজেটের সিনেমা। যে ভিডিওটা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে সেটা কেটে কেটে তৈরি করা হয়েছে। আমার এবং আমাদের সিনেমার বিরুদ্ধে উসকে দেওয়ার জন্য এটি করা হয়েছে। কিছু মানুষ ইচ্ছে করে এমন করছে। দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে। একজন নতুন শিল্পী হিসেবে খুব হতাশ হয়েছি।'

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

44m ago