মেহেন্দিগঞ্জে ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

কোনো সনদ না থাকা সত্ত্বেও চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ায় এক নারীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে এ ধরণের অপরাধ না করার শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।
বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

কোনো সনদ না থাকা সত্ত্বেও চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ায় এক নারীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে এ ধরণের অপরাধ না করার শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে মেহেন্দিঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।

জানা গেছে, কিছুদিন আগে বিভিন্ন অনিয়মের অভিযোগে মেহেন্দিগঞ্জের উলানিয়া বাজারে সান্ত্বনা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। আর সেখানেই নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রায় এক বছর ধরে নিয়মিত রোগী দেখতেন মুনতাকা দিলশান (ঝুমা)। পরে তিনি নিজে আলাদা চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন।

চিকিৎসক না হয়েও ভুয়া পরিচয়ে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ায় আজ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো. আমরুল্লাহর উপস্থিতিতে অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবী জানান, ওই নারী তার নামে বিএমডিসির কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেখাতে পারেননি। আবার তিনি নিজেকে নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার হিসেবে পরিচয় দিতেন। ওই হাসপাতালে খোঁজ নিয়ে তার দাবির সত্যতা পাওয়া যায়নি। পরে তিনি প্যারামেডিকেল ডিগ্রি থাকার দাবি করলেও সেই সনদ দেখাতে পারেননি। তিনি অপরাধ স্বীকার করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

Comments