নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

এই নির্বাচনে ১৮ শতাংশ ভোট পড়েছে কিনা সন্দেহ: মণীষা চক্রবর্তী
একতরফা নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের মিছিল। ছবি: টিটু দাস/ স্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীর।

আজ মঙ্গলবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভের পর সমাবেশ করেন তারা।

বক্তারা বলেন, এই নির্বাচন প্রহসনের নির্বাচন, এই নির্বাচন মানি না, অবিলম্বে এই নির্বাচন বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী বলেন, 'এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করায় তাদের ধন্যবাদ জানাই। এই নির্বাচনে ১৮ শতাংশ ভোট পড়েছে কিনা সন্দেহ।'

বক্তারা ভোট বর্জনের গণ রায় মেনে ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।

পরে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Comments