অনাগত সন্তানের জন্য যা করছেন রাজ-পরী

পরীমনির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

অনাগত সন্তানের অপেক্ষায় আছেন রাজ-পরী। চলতি মাসের শেষের দিকে তাদের ঘর আলো করে আসবে নতুন অতিথি। তার আগে অনাগত সন্তানের জন্য নিজের ভেরিফায়েড ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন পরীমনি।

শরিফুল রাজ বলেন, 'আমার মধ্যে খুব ভালো লাগা কাজ করছে। একদিকে আমাদের সন্তান আসছে, অন্যদিকে আমার অভিনীত সিনেমাগুলো ভালো যাচ্ছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের সন্তানের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ।'

পরিমনি ও শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

পরীমনি বলেন, 'আপনারা আমাদের ভালোবাসায় রাখবেন। রাজ আমি জীবনের সেরা মুহূর্ত কাটাচ্ছি। একদিকে আমাদের সন্তানের জন্য অপেক্ষা। অন্যদিকে রাজ অভিনীত সিনেমাগুলো একের পর এক সফল হচ্ছে। অনাগত সন্তানের জন্য আমরা নানাভাবে প্রস্তুতি নিচ্ছি, আমার পরাণ রাজ আর আমি দু'জননেই হাওয়ায় ভাসছি।'

এদিকে গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনাগত সন্তানের জন্য প্রস্তুতির বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন পরীমনি। সেখানে লেখেন- 'তার আসার আয়োজন।'

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago