চোট সারাতে সিঙ্গাপুর গেলেন সোহান

দুর্ভাগ্যই বলতে হবে নুরুল হাসান সোহানের। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন, ব্যাট হাতেও দেখিয়েছিলেন ছন্দ। দলের গুরুত্বপূর্ণ একজন হিসেবেই এশিয়া কাপ খেলার কথা ছিল তার। কিন্তু সেই সম্ভাবনা থেকে অনেকটাই ছিটকে যাওয়া এই কিপার ব্যাটসম্যান এখন চোট থেকে সেরে উঠার লড়াইয়ে আছেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁহাতের তর্জনি আঙুলে চোট পান সোহান। স্ক্যান করে দেখা যায় সেখানে আছে চিড়। সিরিজ থেকে ছিটকে দেশে ফিরতে হয় তাকে। সেই চিড়ের ধরণটাও একটু জটিল। সেজন্য লাগতে পারে অস্ত্রোপচার।
অস্ত্রোপচার ছাড়া তাকে সুস্থ করা যায় কিনা সেই পথের খোঁজ চলছে, রোববার সেকারণেই বিসিবি প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীকে নিয়ে সিঙ্গাপুর গেছেন তিনি।
আপাতত ইংল্যান্ডের চিকিৎসক তাকে অস্ত্রোপচার করানোরই পরামর্শ দিয়েছেন। সিঙ্গাপুরেও একই মত পাওয়া গেলে দেরি করবে না বিবিসি। বিসিবি চিকিৎসক মনজুর হোসেন জানিয়েছেন অস্ত্রোপচার সেরেই দেশে ফিরবেন এই তারকা।
অস্ত্রোপচার লাগলে সুস্থ হতে অন্তত মাসখানেক সময় লাগবে তার। এরপর ম্যাচ ফিটনেসের জন্য লাগবে আরও বাড়তি সময়। অস্ত্রোপচার না করাতে হলেও আরও তিন সপ্তাহ লাগবেই। সোহানের তাই এশিয়া কাপ খেলার সম্ভাবনা নেই।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে পুরোপুরি সারিয়ে তোলার চেষ্টা চালাবে বিসিবি।
২৭ অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ অগাস্ট। সোহানের পর হ্যামস্ট্রিংয়ের চোটে তিন সপ্তাহের জন্য খেলার বাইরে ছিটকে গেছেন লিটন দাসও। দলে চোট সমস্যা এত বেশি থাকায় এশিয়া কাপের দল ঘোষণায় এসিসির কাছ থেকে বাড়তি সময় চেয়ে নিয়েছে বিসিবি।
Comments