শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Tamim Iqbal
এনগারাভাস পেসে পরাস্ত তামিম। ছবি- টুইটার

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছে আগেই। হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর লড়াইয়ে নেমেও অবস্থা ভাল নেই বাংলাদেশ দলের। আগে ব্যাটিং পেয়ে ১০ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলেছে তারা।

হারারে স্পোর্টস ক্লাবে ৪৭ রানে ফিরে যান বাংলাদেশের তিন ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৫৫। ৩২ বলে ৩১ রান নিয়ে ক্রিজে আছেন এনামুল হক বিজয়, তার সঙ্গী মাহমুদউল্লাহ।

৩০ বল খেলে ১৯ রান করে আউট হয়ে  ফিরে গেছেন তামিম, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম আউট হয়েছেন কোন রান না করেই।

টস হেরে ব্যাট করতে গিয়ে দুই ওপেনার উড়ন্ত শুরু আনতে পারেননি। অধিনায়ক তামিম ইকবাল বাউন্ডারি দিয়ে শুরু করলেও প্রান্ত বদলে ভুগেছে। ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভার একাধিক বলে পরাস্ত হয়ে ধুঁকেছেন।

তার ডট বলের চাপ পুষাতে বিজয় ছিলেন সড়গড়। স্ট্রাইক তুলনায় কম পাচ্ছিলেন তিনি। এই জুটির রসায়ন তেমন জমেনি। ভুল বোঝাবুঝিতেই হয় পতন। এনগারাভার বলে কাভারের দিকে পুশ করে ফলোথ্রোতে কিছুটা এগিয়েছিলেন বিজয়, তামিম তাতে রান নেওয়ার ডাক ভেবে দেন দৌড়। বিজয় দ্রুত মানা করলেও ফেরা হয়নি তামিমের। ওয়েসলি মাধভেরের থ্রো ধরে স্টাম্প ভেঙ্গে দেন এনগারাভা।

তিনে নেমেই ফিরে যান শান্ত। ব্রেড ইভান্সের মুখোমুখি প্রথম বলেই কাট করে ক্যাচ দেন পয়েন্ট। ওই ওভারের চতুর্থ বলে কাবু মুশফিক। ইভান্সের বাড়তি বাউন্সের বল স্লেশ করেছিলেন তিনি। থার্ড ম্যান থেকে ছুটে এসে দারুণ ক্ষিপ্রতায় ক্যাচ জমান এনগারাভা। ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

11 years of N’ganj 7-murder: Hope fading as families still await justice

With the case still pending with Appellate Division, the victims' families continue to wait for the execution of the culprits' punishment

32m ago