র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশকে সিরিজ হারানোর নায়ক রাজার

ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন সিকান্দার রাজা। তার টানা দুই অপরাজিত সেঞ্চুরিতে দীর্ঘ নয় বছর পর টাইগারদের সিরিজ হারিয়েছে জিম্বাবুয়ে। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকার পুরস্কার আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পেলেন তিনি।

বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়ার পাশাপাশি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থান অর্জন করেছেন ৩৬ বছর বয়সী রাজা।

হারারেতে তিন ম্যাচে সিরিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩৫ রানের নান্দনিক ইনিংস খেলেন রাজা। সেটার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে অপরাজিত ১১৭ রান। দুবারই তিনি জেতেন ম্যাচসেরার পুরস্কার। চোখ ধাঁধানো নৈপুণ্যের সুবাদে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন রাজা। তিনি বর্তমানে অবস্থান করছেন ক্যারিয়ারসেরা ২৯ নম্বরে। একইসঙ্গে তার নামের পাশে রয়েছে ক্যারিয়ারসেরা ৬১৯ রেটিং পয়েন্ট।

দুই ওয়ানডেতে ৪ উইকেট শিকার করায় বোলিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রাজার। ৭৯তম অবস্থানে রয়েছেন তিনি। ব্যাটে-বলে অবদান রাখার স্বীকৃতি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও পেয়েছেন রাজা। এক দফায় সাত ধাপ এগিয়ে তিনি উঠেছেন চার নম্বরে।

চোটের কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের ওপেনার লিটন দাস ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আছেন রাজার ঠিক ওপরে, ২৮তম অবস্থানে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বোলিং র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নয় ধাপ। তিনি আছেন ৭১ নম্বরে।

ক্রিকেটারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, বোলিংয়ে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ও অলরাউন্ডারে বাংলাদেশের তারকা সাকিব আল হাসান নিজেদের এক নম্বর জায়গা ধরে রেখেছেন।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

5h ago