বিসিবির হুঁশিয়ারির পর বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি বাতিল

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি: ফিরোজ আহমেদ

হয় জুয়ার সাইটের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকবেন, নয়তো বাংলাদেশের ক্রিকেটে। সাকিব আল হাসানকে বাছতে হতো যেকোনো একটি। তার বিতর্কিত চুক্তিতে বিসিবির নেওয়া কঠোর অবস্থানের পর অবশেষে বাস্তবতা বুঝতে পেরেছেন তিনি। বেটউইনার নিউজ পোর্টালের সঙ্গে চুক্তি বাতিল করার কথা চিঠি দিয়ে বিসিবিকে জানিয়েছেন সাকিব।

বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে জানান, সাকিব চুক্তি থেকে সরে এসেছেন। তিনি বিসিবির কাছে লিখিতভাবে এই চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন।

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির পর যেসব সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছিলেন সাকিব, সেসবও সরিয়ে নিবেন বলে চিঠিতে লিখেছেন এই তারকা। 

সাকিব অবশ্য এই চুক্তি থেকে সরে আসতে চাননি। তার যুক্তি ছিল, সরাসরি বেটিং সাইট নয়, বেটিং সাইটের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন তিনি। তবে বিসিবি সেই যুক্তি মেনে না নিয়ে যায় কঠোর অবস্থানে। এদিন নিজের কর্মস্থলে বোর্ড পরিচালকদের সঙ্গে গুরুত্বপূর্ণ সভার পর নাজমুল হাসান পাপন জানান, 'সাকিব এই চুক্তি থেকে সরে না এলে তার সঙ্গে বাংলাদেশের ক্রিকেটেরই সম্পর্ক শেষ হয়ে যাবে।' 

অনলাইন বেটিং সাইট বেটউইনারের সারোগেট ব্র্যান্ড বেটউইনার নিউজের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করেছিলেন সাকিব। চুক্তির খবর নিজেই তার স্বীকৃত ফেসবুক পাতায় জানিয়েছিলেন তিনি। এই চুক্তির খবর জানত না বিসিবি। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে যেকোনো পণ্যের দূত হতে গেলে বিসিবির অনুমোদন প্রয়োজন। সাকিব নেননি তাও।

ঘটনা জানার পর নিজেদের কঠোর অবস্থান জানান দেয় বিসিবি। বোর্ড সভাপতি জানিয়েছিলেন, কোনভাবেই এই ধরনের চুক্তি মেনে নেবেন না তারা।

দেশের প্রচলিত আইনে জুয়া নিষিদ্ধ থাকায় এরকম চুক্তি অনুমোদনের কোনো সুযোগ না থাকার কথা বলেছিলেন বিসিবি সভাপতি পাপন। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রাখে বিসিবি। সাকিবকেই বাস্তবতা মেনে সরে যেতে হচ্ছে বিতর্কিত চুক্তি থেকে।

 

বেটউইনার নিউজ পোর্টালের সঙ্গে জুয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করে এই চুক্তি ধরে রাখতে মরিয়া ছিলেন সাকিব। সাইটটিতে ঢুকলেও দেখা যায় লাল রঙের অক্ষরে লেখা নির্দেশনা, 'সতর্কতা! সন্দেহ এড়াতে জানানো হচ্ছে, এই সাইটের সঙ্গে কোনো ধরনের বাজি বা জুয়া কার্যক্রমের সম্পর্ক নেই! এটা শুধু ক্রীড়া বিষয়ক নিউজ পোর্টাল! শীঘ্রই ম্যাচ সম্প্রচারের পাশাপাশি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান আমাদের প্ল্যাটফর্মে থাকবে! আপনি যদি বাজি বা জুয়া খেলার সুযোগ খুঁজতে এই সাইটটি পরিদর্শন করেন, দয়া করে, এখনই বেরিয়ে যান! বোঝার জন্য ধন্যবাদ।' তবে কোনো নিউজ পোর্টালে এমন নির্দেশনা থাকা বিরল। বিসিবির শুরু থেকেই বলে আসছিল বেটউইনার ও বেটউইনারনিউজ একই ব্যাপার। কৌশলগত কারণে তারা বিভিন্ন নাম নিয়ে থাকে। 

২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব তিনবার গোপন করে সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। সেসময় জুয়াড়ির সঙ্গে তার হোয়াটসঅ্যাপ বার্তা তৈরি করেছিল আলোচনা। কয়েকটি বার্তা তিনি মুছেও দিয়েছিলেন, জুয়াড়ির সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন এই তারকা। 

পেছনে এমন ঘটনা থাকলেও এবার জুয়া সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে ফের আলোচনার জন্ম দিলেন তিনি। বিসিবির কঠোর অবস্থানের পর অবশ্য সরেও আসলেন তিনি। 

সাকিবের বেটিং ইস্যু মিটে যাওয়ায় এশিয়া কাপের দল ঘোষণা ও অধিনায়কত্ব নিয়ে অচলাবস্থার সমাধান হতে যাচ্ছে। শনিবারই ঘোষণা হবে এশিয়া কাপের দল। তাতে সাকিবেরই অধিনায়ক থাকা প্রায় নিশ্চিত। 

Comments

The Daily Star  | English

Yunus places 7-point roadmap for Rohingya repatriation

'Time for action now,' he says at dialogue on Rohingya crisis in Cox’s Bazar

46m ago