সেন্ট লুসিয়ায় লড়ছেন সাইফ

Saif Hasan
ফাইল ছবি

এক প্রান্তে সতীর্থরা আসা যাওয়ায় ব্যস্ত থাকলেও অপর প্রান্তটা আগলে রেখেছেন সাইফ হাসান। প্রায় পাঁচ ঘণ্টা ব্যাটিং করে লড়াইয়ে রেখেছেন বাংলাদেশ 'এ' দলকে।

সেন্ট লুসিয়ায় বৃহস্পতিবার দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৫৭ রান তুলেছে বাংলাদেশ 'এ' দল। সাইফ ৬৩ ও জাকের আলি ০ রানে উইকেটে আছেন।

আগের দিনের বেশির ভাগ সময় গিয়েছিল বৃষ্টির পেটে। দ্বিতীয় দিনেও প্রায় একই অবস্থা। এদিন ম্যাচ গড়িয়েছে ৫০ ওভার। এ সময়ে ৪টি উইকেট হারিয়ে আর ৮৮ রান যোগ করে টাইগাররা।

১ উইকেটে ৬৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল স্কোরবোর্ডে আর ৫ রান যোগ করতেই হারায় সাদমান ইসলামকে। অ্যান্ডারসন ফিলিপ্সের বলে এলিক আথেনাজের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১১৮ বলে ২৫ রান করেন সাদমান।

এরপর ফজলে মাহমুদকে নিয়ে দলের হাল ধরেন সাইফ। ৩৪ রানের জুটি গড়েন তারা। এ জুটি ভাঙেন মার্কুইনো মাইন্ডলি। উইকেটরক্ষক টেভিন ইমলাচের হাতে ক্যাচ তুলে দেন ফজলে। ৪৬ বলে ১৪ রান করেন তিনি।

ফজলের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ বল ১৪ রান করেন কলিন আর্চিবল্ডের দ্বিতীয় শিকার হন তিনি। পারেননি জাকির হাসানও। তিনিও শিকার হন আর্চিবল্ডের। তবে ৫৬ বল মোকাবেলা করেছিলেন। তাতে ১৫ রান করেন এ ব্যাটার।

তবে বাংলাদেশ এ দলের আশাটা টিকে আছে সাইফের ব্যাটে। এক প্রান্ত আগলে দারুণ ধৈর্যের প্রতীক হয়ে উঠেছেন। ৬৩ রান করলেও সবচেয়ে কথা ২১৭টি বল মোকাবেলা করেছেন তিনি।

৬টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন সাইফ। ডট বল খেলেছেন ১৮৬টি। জাকেরের সঙ্গে ৮১ বলে ৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের হয়ে ৩১ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন আর্চিবল্ড।

Comments

The Daily Star  | English

Rohingya influx: 8 years on, repatriation still elusive

Since the repatriation deal was signed with Myanmar in November 2017, Bangladesh tried but failed to send Rohingyas back.

11h ago