চবি শিক্ষার্থীর ছিনতাই হওয়া মোবাইল-টাকা উদ্ধার, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন সাদ্দাম, আবদুল আলিম, শাহাদাত হোসেন, মো. নূর হোসেন ও সুমন হোসেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান ও তার এক বন্ধু বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গা সৈকতে বেড়াতে যান। সেখান থেকে আকবরশাহ থানার পুরাতন টোলরোডের বেড়িবাঁধ সংলগ্ন ব্রিক ফিল্ডের সামনে গিয়ে বসেন। দুজন সেখানে বসে গল্প করার সময় হঠাৎ ৫ ছিনতাইকারী এসে তাদের গলায় ছুরি ধরে এবং মারধরের ভয় দেখিয়ে দুটি মোবাইল ফোন এবং নগদ প্রায় ৪ হাজার টাকা ছিনিয়ে নেন।
পাহাড়তলী জোনের অতিরিক্ত কমিশনার মহিউদ্দিন সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভুক্তভোগীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে আকবরশাহ থানা পুলিশ রাতব্যাপী অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও নগদ টাকা উদ্ধার হয়।'
গ্রেপ্তারকৃত আসামি মো. আনোয়ার হোসেন সাদ্দামের বিরুদ্ধে আকবরশাহ ও পাহাড়তলী থানায় ৩ মামলা, শাহাদাত হোসেনের বিরুদ্ধে আকবরশাহ থানায় এক মামলা এবং মো. নূর হোসেনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২টি মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Comments