৪ দশকে বিলীন চট্টগ্রামের ১২০টি পাহাড়: পরিবেশ ফোরাম

স্টার ফাইল ফটো

গত চার দশকে চট্টগ্রামের ১২০টি পাহাড় বিলীন হয়ে গেছে বলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ ফোরাম।

বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক অলিউর রহমান লিখিত বক্তব্যে বলেন, ১৯৭৬ সালে বন্দর নগরীতে পাহাড় ছিল ৩২ দশমিক ৩৭ বর্গ কিলোমিটার। ২০০৮ সালে তা কমে দাঁড়ায় ১৪.০২ বর্গ কিলোমিটারে।

তার দাবি, ৪০ বছর আগে বন্দর নগরীতে ২০০ পাহাড় ছিল। কিন্তু, এখন পাহাড়ের ৬০ শতাংশ এলাকা ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বায়েজিদ সংযোগ সড়ক নির্মাণের কারণে ১৫টি পাহাড় কেটে ফেলেছে।

লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, সলিমপুর পাহাড়ের আয়ত ৩ হাজার ১০০ একর। কিন্তু, গত দুই দশকে এসব পাহাড় কেটে ধ্বংস করা হয়েছে। এখন সেই পাহাড়গুলোতে হাজার হাজার বাড়ি তৈরি হয়েছে।

এদিকে, পাহাড় কাটায় জড়িতদের গ্রেপ্তারসহ ৭ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কিউইটি) সাবেক উপাচার্য মোজাম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, বাংলাদেশ পরিবেশ ফোরাম চট্টগ্রাম শাখার সভাপতি চৌধুরী ফরিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

3h ago