টিকটক লগইনে সমস্যায় পড়ছেন বাংলাদেশি ব্যবহারকারীরা

টিকটক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটকে লগইন করতে গিয়ে রোববার সন্ধ্যা থেকে সমস্যায় পড়েছেন বাংলাদেশি ব্যবহারকারীরা।

তারা বলছেন, অ্যাপটি কাজ করছে না এবং বেশ কিছু সমস্যা দেখাচ্ছে।

কয়েকজন ব্যবহারকারী সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্য ডেইলি স্টারকে টিকটকের সমস্যার বিষয়টি জানান। 

পরে খোঁজ নিয়ে দেখা যায়, কিছু ব্যবহারকারী অ্যাপটিতে ঢুকতে গিয়ে সমস্যায় পড়েছেন। অনেকে অবশ্য সমস্যা ছাড়াই অ্যাপে ঢুকতে পেরেছেন। 

তবে অনেকে ভিডিও আপলোড করতে না পারা এবং ভিডিওতে গান যোগ করতে পারছেন না বলে জানিয়েছেন। 

একটি বেসরকারি ব্যাংকে কর্মরত মিলন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি অ্যাপটি ব্যবহার করতে পারছেন। কিন্তু লোডিং টাইম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল।

ঢাকার হাতিরঝিল এলাকার বাসিন্দা শারমিন জানান, তিনি রোববার রাত ৮টার পর থেকে টিকটক অ্যাপে কোনো আপডেট কন্টেন্ট দেখতে পাননি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের বরাতে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার টিকটক বন্ধ করেনি এ বিষয়ে সরকারের কিছু করার নেই।

যোগাযোগ করা হলে বাংলাদেশে টিকটকের জনসংযোগ এজেন্সি জানায়, তারা এ বিষয়ে কোনো তথ্য কিংবা কোনো নির্দেশনা পায়নি।

এ সমস্যার বিষয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। 

কয়েকটি গেটওয়ে দ্য ডেইলি স্টারকে জানায়, তারা টিকটকের আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে ট্রাফিক উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে লক্ষ্য করেছে। 

তবে কয়েকটি আইআইজির দাবি, তারা ট্রাফিকের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন দেখেনি।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

5h ago