সাভারে সাংবাদিকের ওপর হামলা: স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার

মোহাম্মদ পাভেল আহম্মেদ
মোহাম্মদ পাভেল আহম্মেদ। ছবি: সংগৃহীত

সাভার উপজেলা চত্বরে দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোররাত সোয়া ২টার দিকে সাভার পৌর শাহীবাগ এলাকায় পাভেলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপাড় গ্রামের হেফজু মিয়ার ছেলে ও সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।'

'সাংবাদিক সোহেলের ওপর হামলার মামলার তদন্তে পাভেলের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আটক করা হয়েছে। পাভেল মামলার অজ্ঞাত আসামি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ আদালতে পাঠানো হবে।'

'এ ছাড়া মামলার নামীয় ২ আসামি আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল আলম শামীম ও মহসিন বাবু আদালত থেকে জামিন নিয়েছেন,' যোগ করেন এসআই।

অজ্ঞাত আসামিদের শনাক্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আবেদন করা হয়েছে উল্লেখ করে এসআই রাসেল আরও বলেন, 'হামলার ঘটনায় প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আমরা কাজ করছি।'

গত রোববার দুপুর দেড়টার দিকে সাভার উপজেলা চত্বরে হামলাকারীরা সাংবাদিক সোহেলকে বেধড়ক মারধর করে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বাসায় অবস্থান নেয়।

সেদিন রাতে হামলার ঘটনায় সোহেলের মামা আশরাফুল ইসলাম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন।

হামলায় গুরুতর আহত সোহেল সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

3h ago