জিম্বাবুয়েতে অদ্ভুত সমস্যায় ভারতীয় দল

KL Rahul
হারারেতে অনুশীলনে লোকেশ রাহুল। ছবি: বিসিসিআই

নিরাপত্তাজনিত সমস্যা নয়, অনুশীলন সুবিধা নিয়েও কোন সমস্যা নেই। ছয় বছর পর জিম্বাবুয়ে খেলতে গিয়ে অন্যরকম এক বিড়ম্বনাতেই পড়তে হলো ভারতীয় দলকে। দেশটির রাজধানী শহর হারারেতে যে চলছে তীব্র পানির সংকট। অবস্থা এমনই যে ভারতীয় বোর্ড থেকে ক্রিকেটারদের অনুরোধ করা হয়েছে যতটা সম্ভব কম পানি ব্যবহার করতে।

আজ বৃহস্পতিবার  (১৮ অগাস্ট) থেকে হারারেতে শুরু হতে যাচ্ছে ভারত-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। ওয়ানডে  সুপার লিগের অংশ এই সিরিজ খেলতে ভারত অবশ্য পাঠিয়েছে দ্বিতীয় সারির দল।

সিরিজ শুরুর আগে  মাঠের লড়াই নিয়ে ভাবার আগে হিসেব করে পানি ব্যবহার নিয়ে ভাবতে হচ্ছে ভারতের ক্রিকেটারদের। বোর্ড থেকে জানান হয়েছে, কেউ যেন এক ফোঁটা পানিও অপচয় না করেন। গোসল করতে বলা হয়েছে অল্প পানিতে।

ভারতীয় গণমাধ্যম ইনসাইড স্পোর্টসকে বিসিসিআই এক কর্মকর্তা দিয়েছেন এই খবর, 'হারারেতে প্রচণ্ড পানির সংকট চলছে। খেলোয়াড়দের বলা হয়েছে কেউ যেন পানি অপচয় না করে। গোসলের সময় যতটুকু না হলে চলে না ততটুকুর বেশি যেন ব্যবহার না করা হয়। পানির সমস্যার কারণে পুল সেশনও হচ্ছে না।'

হারারেতে এই পানির সংকট অবশ্য প্রাকৃতিক কোন সমস্যার জন্য নয়। পানি পরিশোধন করা হয় যে প্ল্যান্টের মাধ্যমে সেখানে রাসায়নিকের ঘাটতি দেখা গেছে। প্রয়োজনের তুলনায় তাই পর্যাপ্ত পানি সরবরাহ করা যাচ্ছে না।

১৮ অগাস্ট প্রথম ওয়ানডে, ২০ ও ২২ অগাস্ট হারারে স্পোর্টস ক্লাবে বাকি দুই ম্যাচ খেলবে ভারত-জিম্বাবুয়ে।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

11h ago