জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারাল ভারত

দুই পেসার দিপক চাহার ও প্রসিধ কৃষ্ণার সঙ্গে জ্বলে উঠলেন স্পিনার অক্ষর প্যাটেলও। তাতে কোনোমতে সাদামাটা স্কোর নিয়ে সন্তুষ্ট থাকতে হয় জিম্বাবুয়েকে। এরপর দুই ওপেনার শেখর ধাওয়ান ও শুভমান গিলের অসাধারণ ব্যাটিং। তাতে জিম্বাবুয়েকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ব্লু টাইগাররা।
বৃহস্পতিবার হারারে স্পোর্টস পার্কে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৪০.৩ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে ১১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত।
১৯০ রানের লক্ষ্য তাড়ায় লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি সফরকারীদের। দুই ওপেনার হেসেখেলেই দলকে জয় এনে দেন। হয়তো লক্ষ্য ছোট বলে আফসোস নিয়েই মাঠ ছেড়েছেন তারা। কারণ দুইজনই এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। দুই জন আশির কোটা পার করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
তবে শেন উইলিয়ামসের করা ১৩তম ওভারে স্কয়ারে লেগে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন ধাওয়ান। তখন ৩২ রানে ব্যাট করছিলেন তিনি। তবে ব্রাড ইভান্স সে সুযোগ নষ্ট করে। এরপর আর কোনো সমস্যা ছাড়াই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুই ওপেনার।
কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শুভমান। ৭২ বলে ১০টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। কিছুটা দেখে শুনে ব্যাট করে ৮১ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। ১১৩ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেন তিনি।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দিপক চাহারের তোপে পড়ে জিম্বাবুয়ে। ফলে ৩১ রানেই চারটি উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দলটি। এরপর সিকান্দার রাজাকে নিয়ে ৩৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক রেগিস চাকাভা। এ জুটি ভাঙেন প্রসিধ কৃষ্ণা। এরপর ফের নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
তবে নবম উইকেটে রিচার্ড এনগাভারাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা চালান ব্রাড ইভান্স। ৭০ রানের দারুণ একটি জুটিও গড়েছিলেন তারা। ভারতের বিপক্ষে নবম উইকেটে এটাই সর্বোচ্চ জুটি তাদের। তবে প্রসিধের বলের এনগাভারা বোল্ড হয়ে গেলে ভাঙে তাদের প্রতিরোধ। ফলে সাদামাটা স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক চাকাভা। ৩৪ রান করেন গাভারা। এছাড়া ইভান্স ৩৩ রান করে অপরাজিত থাকেন। এই তিনজন ছাড়া আর কোনো ব্যাটার পার হতে পারেননি ১৫ রানের গণ্ডিও। ভারতের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন দিপক চাহার, প্রসিধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল।
Comments