এশিয়া কাপে অনিশ্চিত হাসান মাহমুদ

hasan mahmud
গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়ছেন হাসান মাহমুদ। ছবি: স্টার

প্রায় দেড় বছর পর জিম্বাবুয়ে সফর দিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফেরেন হাসান মাহমুদ। তরুণ এই ডানহাতি পেসার বল হাতে দারুণ পারফর্ম করে নজরও কাড়েন। এতে আসন্ন এশিয়া কাপের ১৭ সদস্যের দলে ঠাঁই হয় তার। কিন্তু ফিল্ডিং অনুশীলনের সময় চোট পাওয়ায় তাকে নিয়ে জেগেছে শঙ্কা। এশিয়া কাপে খেলা না-ও হতে পারে তার।

এশিয়া কাপকে সামনে রেখে শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন। কিন্তু ফিল্ডিং অনুশীলনের সময় ঘটে বিপত্তি। ডান পায়ের গোড়ালিতে চোট লাগে ২২ বছর বয়সী হাসানের। ব্যথায় মাঠেই শুয়ে পড়েন তিনি। পরে বেরিয়ে যান খুঁড়িয়ে খুঁড়িয়ে। চোটের পরিস্থিতি জানার ইতোমধ্যে এক্স-রে করাতে নেওয়া হয়েছে তাকে।

হাসানের চোট নিয়ে পরে গণমাধ্যমের কাছে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন শুনিয়েছেন খারাপ খবর। এই ফাস্ট বোলারের এশিয়া কাপে খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, 'হাসান একটা চোট পেয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। যখনই ছেলেটা একটা ভালো অবস্থায় আসে, তখনই সে চোটে পড়ে। এটা দুঃখের ব্যাপার। আশা করছি, সে দ্রুতই ফিরে আসবে। কিন্তু এশিয়া কাপে তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে এখনও অফিসিয়াল কোনো সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করতে চাই না। তবে মনে হচ্ছে যে সে হয়তো এশিয়া কাপের প্রথম পর্ব মিস করবে।'

বদলি হিসেবে কাউকে নেওয়া হবে কিনা সে প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমরা এখনও চিন্তা করি নাই কে তার বদলি হবে। আমাদের মাথায় কতগুলো নাম রয়েছে। আগামীকাল ও পরশু আমাদের ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন আছে। সেখানে কী হয় আমরা দেখব। এরপর আমরা সিদ্ধান্ত নিব।'

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। প্রথম পর্বে 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। হাসান যেহেতু প্রথম পর্বে অনিশ্চিত, সেহেতু তাকে স্কোয়াডে রাখা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বাংলাদেশের সবশেষ জিম্বাবুয়ে সফরে সাদা বলের দুই সংস্করণেই আলো ছড়ান হাসান। দুটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে তিনটি করে উইকেট শিকার করেন তিনি। যদিও দুই সিরিজেই ২-১ ব্যবধানে হার মানে সফরকারী টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩০ অগাস্ট। এর আগে তারা সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে আগামী ২৩ অগাস্ট। অর্থাৎ প্রস্তুতির জন্য ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এক সপ্তাহ সময় পাবে তারা।

Comments

The Daily Star  | English

Scorched at work: Global report revealed dire heat risks for workers

A joint report released by the World Health Organisation (WHO) and the World Meteorological Organisation (WMO) exposed the growing dangers of extreme heat on workers’ health and productivity worldwide.

34m ago