ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১১৬ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। একই সময়ে ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 
স্টার ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। একই সময়ে ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ নিয়ে চলতি বছর দেশে মোট ৩ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন এবং মারা গেছেন ১৮ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে হাসপাতালে ৪৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৬৬ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৯৬ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

15m ago