এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শাহিন আফ্রিদি

ছবি: পিসিবি

এশিয়া কাপ শুরুর মাত্র এক সপ্তাহ বাকি থাকতে বিরাট দুঃসংবাদ পেল পাকিস্তান। পায়ে চোট পাওয়ায় মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির বাঁহাতি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ফলে আসন্ন মহাদেশীয় প্রতিযোগিতায় খেলতে পারবেন না তিনি।

শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে শাহিনের এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডান পায়ের হাঁটুর লিগামেন্টে চোট রয়েছে তার। সুস্থ হয়ে ওঠার জন্য তাকে ৪-৬ সপ্তাহ বিশ্রামে থাকার উপদেশ দিয়েছে পিসিবির মেডিকেল উপদেষ্টা কমিটি ও স্বাধীন বিশেষজ্ঞরা। গত মাসে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন তিনি।

এশিয়া কাপের পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না শাহিন। আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের আগে তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতার আরেক দল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার মাঠে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা জোরালো।

পিসিবির প্রধান মেডিকেল অফিসার ডা. নাজিবুল্লাহ সুমরো বলেছেন, 'আমি শাহিনের সঙ্গে কথা বলেছি এবং এই খবরে সে অনুমিতভাবেই হতাশ। তবে সে একজন সাহসী যুবক যে তার দেশ ও দলের সেবা করার জন্য দৃঢ়ভাবে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও সে রটার্ডামে চলমান পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি করছে, এটা এখন স্পষ্ট যে তার আরও সময় লাগবে এবং আগামী অক্টোবরে তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।'

২০১৮ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সী শাহিন। ২৪.৩১ গড় ও ৭.৭৫ ইকোনমিতে তিনি শিকার করেছেন ৪৭ উইকেট। তাকে না পাওয়ায় এশিয়া কাপে পাকিস্তানের পেস আক্রমণ যে দুর্বল হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না। শিগগিরই তার বদলির নাম ঘোষণা করবে পিসিবি।

আগামী ২৭ অগাস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। প্রথম পর্বে 'এ' গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। তাদের সঙ্গী হবে চার দলের বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।

এশিয়া কাপের পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

3h ago