উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, দিল্লিতে ৪ ঘণ্টা আটকা বিমানের ১৬০ যাত্রী

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। 

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। 

মধ্যরাতের দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইটের ১৬০ জন যাত্রী প্রায় ৪ ঘণ্টা বিমানবন্দরে আটকে ছিলেন।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ফ্লাইটটি দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি উঠতে পারেনি।

দিল্লিতে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার জন্য রাতে আরেকটি উড়োজাহাজ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বোয়িং ৭৩৭ উড়োজাহাজের কারিগরি ত্রুটি সারানোর জন্য ওই ফ্লাইটে ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের একটি দলও পাঠানো হয়েছে।

Comments