এবার বৃষ্টির কারণে আক্ষেপে পুড়লেন সৌম্য

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের দল ঘোষণা
ছবি: এএফপি

প্রথম দুই ম্যাচে ফেরার লড়াইয়ে সুযোগ হাতছাড়া করেছিলেন। জাতীয় দলে ফেরার লড়াইয়ে শেষ ম্যাচেই ছিল কিছু করে দেখানোর 'শেষ' সুযোগ। সৌম্য সরকার এবার সেই পথে সাবলীল ব্যাটিংয়ে আভাস দিচ্ছিলেন ছন্দের। কিন্তু তাকে থামিয়ে দিল বৃষ্টি।

শনিবার সেন্ট লুসিয়ায় বাংলাদেশ 'এ' ও ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। তিন ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। 

আগে ব্যাটি করে ওয়েস্ট ইন্ডিজের করা ২৩৮ রানের জবাবে ৭ রানেই ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৫১ রানের জুটি আনেন সৌম্য। মিঠুন ২০ করে ফেরার পর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে ইনিংস মেরামতে ছিলেন তিনি। কিন্তু ১৬তম ওভারে আচমকা নামে বৃষ্টি।

দলের রান তখন ৩ উইকেটে ৬১, সৌম্য ৪২ বলে ৪ বাউন্ডারিতে ব্যাট করছিলেন ৩০ রানে। ঘন্টাখানেকের আগে বৃষ্টি থামলেও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠ আর খেলার জন্য প্রস্তুত করা যায়নি।

২৩৯ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখকে হারায় 'এ' দল। বলের কাছে না গিয়ে পুল করতে যাওয়া নাঈম ক্যাচ তুলে ফেরেন ৩ রান করে। তিনে নামা সাইফ হাসান টিকেছেন ৪ বল। তিনিও শেরমন লুইসের শিকার হয়ে ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

এরপরই আসে সৌম্য-মিঠুন জুটি। দলের চাপে থিতু হতে কিছুটা সময় নেন দুজনই। সৌম্যকে মনে হচ্ছিল ধীরস্থির। কোন সমস্যা ছাড়াই পুরো  নিয়ন্ত্রণ নিয়ে এগুচ্ছিলেন তিনি। কাভার ড্রাইভ, পুল, কাট শটে বের করেছেন বাউন্ডারি। বেশিরভাগ শট রাখছিলেন মাটিতে। একাগ্রতা আভাস দিচ্ছিল বড় কিছুর। মিঠুন কিছুটা অস্থিরতায় ভুগছিলেন। ওভার দ্য টপ খেলতে চাইছিলেন বারবার। পুরো আত্মবিশ্বাসে তা খেলতে না পেরে ক্যাচও দেন। সৌম্য তার ইনিংসটা কতদূর নিতে পারেন তা দেখার আর সুযোগ দেয়নি বৈরী আবহাওয়া।

এর আগে  টস জিতে ব্যাট করতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে খুব একটা উড়তে দেননি বাংলাদেশের বোলাররা। উদ্বোধনী জুটিতে ৬৭ আসার পর জশুয়া দা সিলভাকে ফেরান রেজাউর রহমান রাজা। ৪৩ করা তেজনারায়ন চন্দরপলকে ফেরান রাকিবুল হাসান। টেডি বিশপ, জাস্টিন গ্রেইভও শিকার রাজার।

বিশপ দলের হয়ে করেন সর্বোচ্চ ৬০ রান, ৩৬ আসে গ্রেইভসের ব্যাট থেকে। এরপর মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধের তোপে আর কেউ দাঁড়াতে পারেনি তাদের। রাজাও শিকার ধরেন আরেক উইকেট। ৫০ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল রাজা, ৪৩ রানে ২ উইকেট নিয়ে বড় মঞ্চে দলে আসার দাবি জানিয়ে রাখেন মৃত্যুঞ্জয়।  

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

5h ago