আমি অত ভিডিও পোস্ট করি না: অনুশীলন নিয়ে সাকিব

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

অল্প অনুশীলন করেই কীভাবে মাঠ কাঁপিয়ে দেন সাকিব আল হাসান? প্রশ্নকর্তার এমন জিজ্ঞাসার সঙ্গে একমত হলেন না বাংলাদেশের ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। এক পর্যায়ে বললেন, ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন না বলে হয়তো তার কঠোর পরিশ্রম সম্পর্কে জানা যায় না। এমন মন্তব্যে হাস্যরসের সৃষ্টি হলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে।

তৃতীয় দফায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর সোমবারই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেখা গেল সাকিবকে। এর আগে দলের নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের সঙ্গে সভা করেন খেলোয়াড়রা। সংবাদ সম্মেলনে বরাবরের মতো প্রাণবন্ত রূপে পাওয়া যায় সাকিবকে। কিছু প্রশ্নে তিনি যেমন তেড়েফুঁড়ে ছক্কা হাঁকান, তেমনি কিছু প্রশ্নে ছিলেন সাবধানী।

সাকিবের মতে, মিরপুরে নিয়মিত এসে অনুশীলন করেন না বিধায় অল্প পরিশ্রমেই তিনি বাজিমাত করেন বলে ধারণা তৈরি হয়েছে, 'অল্প প্রস্তুতি আমি বলব না। আমার মনে হয়, যতটুকু প্রস্তুতি আমার দরকার, ততটুকু আমি নিই। যেটা হয় যে আমি মিরপুরে এসে এবার তিন দিন অনুশীলন করেছি। এর মানে এই না যে আমি তিন দিনই অনুশীলন করেছি। হয়তো এর আগে আমি আরও দশ দিন অনুশীলন করেছি, মিরপুরে আসিনি। যেহেতু আপনারা মিরপুরে থাকেন, তো আমি নিশ্চিত আপনারা মিরপুরের বাইরে দেখতে পাবেন না।'

'আর আমি অত ভিডিও পোস্ট করি না। তো স্বাভাবিকভাবেই কেউ জানে না যে আমি অনুশীলন করছি কি করছি না।'

অল্প বা বেশি অনুশীলন করা মুখ্য নয় বাঁহাতি অলরাউন্ডার সাকিবের কাছে। একজন খেলোয়াড়ের কতটুকু দরকার সেটা নিজে নিজে বুঝতে পারাকেই গুরুত্বপূর্ণ মনে করেন তিনি, 'আমি নিশ্চিত যে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে তার সম্ভাব্য সেরা অবস্থানে থেকে কোনো সিরিজ বা টুর্নামেন্টে খেলার। যদি কারও বেশি (অনুশীলন) লেগে থাকে, সেটাতে দোষের কিছু নাই। কম লেগে থাকলেও দোষের কিছু নেই। গুরুত্বপূর্ণ হলো ওই ক্রিকেটার নিজে বুঝতে পারছে কিনা তার আসলে কতটুকু দরকার।'

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago