আফগানিস্তানে বন্যায় মৃত্যু ২০

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় দেশটির মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০ জন মারা গেছেন। ভারী বর্ষণে কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছবি: রয়টার্স

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় দেশটির মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০ জন মারা গেছেন। ভারী বর্ষণে কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তান এ বছর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। দেশটিতে খরা এবং ভূমিকম্পে জুন মাসে প্রায় এক হাজার লোক মারা গেছেন।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, 'লোগার প্রদেশে বন্যার কারণে ২০ জন মারা গেছেন এবং ৩৫ জন আহত হয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Comments