এশিয়া কাপে যাওয়ার আগে ধাক্কা খেল ভারত

rahul dravid

এশিয়া কাপে যাওয়ার আগে ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, 'দ্রাবিড় বিসিসিআই'র মেডিকেল দলের তত্ত্বাবধায়নে আছেন, করোনা আক্রান্ত হওয়ায় তিনি দলের সঙ্গে যেতে পারছেন না। কোভিড -১৯ নেগেটিভ হলে পরে তিনি দলে যোগ দিতে পারবেন। আপাতত তাকে আইসোলেশনে রাখা হবে।'

আজ (২৩ সেপ্টেম্বর) বেঙ্গালুরু থেকে দুবাইয়ের ফ্লাইট ধরার কথা ছিল দ্রাবিড়ের। তিনি যেতে না পারায় ভারপ্রাপ্ত হিসেবে ভিভিএস লক্ষণ পাঠানো হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও লক্ষণ ছিলেন ভারপ্রাপ্ত কোচের ভূমিকায়। সিরিজ শেষ করে এখনো হারারেই আছেন তিনি। হারারে থেকে লক্ষণের জন্য দুবাইয়ের ফ্লাইট ঠিক করবে বিসিসিআই।

ভারতীয় দলের ক্রিকেটাররা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আজই উড়াল দিচ্ছে দুবাইতে। অধিনায়ক রোহিত শর্মাসহ জিম্বাবুয়ে সফরে না থাকা ক্রিকেটাররা নিজেদের শহর থেকে ভিন্ন ভিন্ন ফ্লাইটে যাবেন দুবাই। হারারেতে থাকা ক্রিকেটারদের মধ্যে যারা এশিয়া কাপের দলে আছেন তারা দুবাই যুক্ত হবেন সেখান থেকেই।

২৮ অগাস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামবে ভারত।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দিপক হুডা, যুজবেন্দ্র চেহেল।

স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, আকসার প্যাটেল, দিপক চাহার।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

3h ago