গ্রিল কেটে সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি

ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার মোজাম্মেল হকের রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

মোজাম্মেল হকের স্ত্রী মিতালী হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

মিতালী হোসেন বলেন, 'ডুপ্লেক্স বাসায় আমরা স্বামী-স্ত্রী নীচতলায় থাকি। ছেলে-মেয়েরা উপরের রুমে থাকে। গতরাতে তারা ছিল না। আমার মেয়ে যে রুমে থাকে সেই রুম থেকে গতরাতে প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

তিনি বলেন, 'রুম বন্ধ ছিল। আজ সকালে খুলে দেখা যায় জানালার গ্রিল কাটা। রুমের আলমারির তালা ভাঙা অবস্থায় ছিল।'

রমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার মোজাম্মেল হকের বাসায় চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ দেখছি। এখনো ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।'

Comments

The Daily Star  | English

Election date to be disclosed two months before schedule: CEC

EC is preparing to hold the next national election within a short timeframe, he says

35m ago